উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?
A
৯০°
B
১২০°
C
১৮০°
D
২৭০°
উত্তরের বিবরণ
প্রশ্ন: উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?
সমাধান:
উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে ৯০° ঘুরলে সেটির দিক হবে পূর্বমুখী।
আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে দক্ষিণমুখী।
আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে সোজা পশ্চিম দিকে।
অর্থাৎ জাহাজটি (৯০° + ৯০° + ৯০°) বা ২৭০° ঘুরলে সেটি সোজা পশ্চিম দিকে চলবে।
0
Updated: 1 month ago
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
Gloomy
B
Dark
C
Bright
D
Dismal
প্রশ্ন: "SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
সমাধান:
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ হলো - Bright
"SOMBRE" শব্দটির অর্থ হলো- কৃষ্ণবর্ণ; অন্ধকারময়; বিষণ্ণ; নিরানন্দ; মলিন:
"Bright" শব্দটির অর্থ হলো- উজ্জ্বল; আলোকময়।
অর্থাৎ Sombre এবং Bright শব্দদ্বয় পরস্পর বিপরীতার্থক।
অন্যদিকে,
"Gloomy" শব্দটির অর্থ হলো- অন্ধকার; অনালোকিত।
"Dark" শব্দটির অর্থ হলো- অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
"Dismal" শব্দটির অর্থ হলো- নীরস; বিষণ্ণ; নিরানন্দ; দুঃখদায়ক।
উৎস:
0
Updated: 1 month ago
একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
Created: 3 weeks ago
A
১২৪০ টি
B
১৪৪০ টি
C
১৪৬০ টি
D
১৬৮০ টি
প্রশ্ন: একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
সমাধান:
৪ মিনিট = (৪ × ৬০) সেকেন্ড = ২৪০ সেকেন্ড
১/৩ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ টি
∴ ১ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ টি
∴ ২৪০ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ × ২৪০ = ১৪৪০ টি
0
Updated: 3 weeks ago
প্রদত্ত বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
Created: 1 month ago
A
21 kg
B
42 kg
C
70 kg
D
120 kg
প্রশ্ন: প্রদত্ত বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
দেওয়া আছে,
বস্তুর ভর = 420 kg
আমরা জানি,
প্রযুক্ত বল = (বস্তুর ভর)/(ভরের সাথে যুক্ত দড়ির সংখ্যা)
= 420/6
= 70 kg
0
Updated: 1 month ago