A
4
B
6
C
13
D
11
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 6 সংখ্যাটি বসবে।
প্রথম সারিতে, 9 + 1 + 5 = 15
দ্বিতীয় সারিতে, 4 + 8 + 3 = 15
তৃতীয় সারিতে, 2 + 6 + 7 = 15
প্রথম কলামে, 9 + 4 + 2 = 15
দ্বিতীয় কলামে, 1 + 8 + 6 = 15
তৃতীয় কলামে, 5 + 3 + 7 = 15
∴ প্রদত্ত চিত্রের প্রশ্নবোধক স্থানে 6 সংখ্যাটি বসলে প্রতিটি কলাম ও সারির সংখ্যাগুলোর যোগফল হবে 15 অর্থাৎ সমান।

0
Updated: 10 hours ago
উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?
Created: 10 hours ago
A
৯০°
B
১২০°
C
১৮০°
D
২৭০°
প্রশ্ন: উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?
সমাধান:
উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে ৯০° ঘুরলে সেটির দিক হবে পূর্বমুখী।
আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে দক্ষিণমুখী।
আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে সোজা পশ্চিম দিকে।
অর্থাৎ জাহাজটি (৯০° + ৯০° + ৯০°) বা ২৭০° ঘুরলে সেটি সোজা পশ্চিম দিকে চলবে।

0
Updated: 10 hours ago
চতুর্থ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 10 hours ago
A
19
B
21
C
23
D
25
প্রশ্ন: চতুর্থ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
প্রথম চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 5 - 2 = 8 - 5 = 3
দ্বিতীয় চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 11 - 7 = 15 - 11 = 4
তৃতীয় চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 10 - 5 = 15 - 10 = 5
চতুর্থ চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর হবে = 9 - 3 = 6
অর্থাৎ চতুর্থ চিত্রের নির্ণেয় সংখ্যাটি হবে = 15 + 6 = 21

0
Updated: 10 hours ago
ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের বামের অক্ষরটি কী হবে?
Created: 10 hours ago
A
P
B
Q
C
R
D
T
প্রশ্নে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ ব্যবহার করে নির্দিষ্ট একটি অক্ষর নির্ণয় করতে বলা হয়েছে।
-
ইংরেজি বর্ণমালার প্রথম চারটি ব্যঞ্জনবর্ণ হলো B, C, D, F
-
৪র্থ ব্যঞ্জনবর্ণ F এর পরবর্তী তিনটি স্বরবর্ণ হলো I, O, U
-
এখানে ৩য় স্বরবর্ণ U
-
U-এর বামে যে অক্ষর রয়েছে তা হলো T
অতএব, সঠিক উত্তর হবে T।

0
Updated: 10 hours ago