চতুর্থ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
19
B
21
C
23
D
25
উত্তরের বিবরণ
প্রশ্ন: চতুর্থ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
প্রথম চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 5 - 2 = 8 - 5 = 3
দ্বিতীয় চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 11 - 7 = 15 - 11 = 4
তৃতীয় চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 10 - 5 = 15 - 10 = 5
চতুর্থ চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর হবে = 9 - 3 = 6
অর্থাৎ চতুর্থ চিত্রের নির্ণেয় সংখ্যাটি হবে = 15 + 6 = 21
0
Updated: 1 month ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 3 weeks ago
A
১২ টি
B
১৬ টি
C
২৪ টি
D
২৮ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
সাধারণ ত্রিভুজ- AFJ, FJK, FKB, BKG, JKG, JGC, HJC, HIJ, DIH, DEI, EIJ, AEJ অর্থাৎ ১২ টি।
একটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- JFB, FBG, BJG, JFG, DEJ, EJH, DJH , DEH অর্থাৎ ৮ টি।
দুইটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- AJB, JBC, DJC , ADJ অর্থাৎ ৪ টি।
দুই বা ততোধিক বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ- DAB, ABC, BCD, ADC অর্থাৎ ৪ টি।
∴ মোট ত্রিভুজ সংখ্যা = ১২ + ৮ + ৪ + ৪ = ২৮ টি
0
Updated: 3 weeks ago
A প্রান্তে
কত কেজির ভর স্থাপন করলে
দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
Created: 1 month ago
A
5 কেজি
B
6.2 কেজি
C
7.5 কেজি
D
8 কেজি
প্রশ্ন: A প্রান্তে কত কেজির ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
সমাধান:
A প্রান্তে 7.5 কেজি ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে
ধরি,
ভর স্থাপন করতে হবে = x কেজি
প্রশ্নমতে,
20x = (12 × 5) + (15 × 6)
⇒ 20x = 60 + 90
⇒ 20x = 150
⇒ x = 150/20
⇒ x = 7.5
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
25
B
37
C
41
D
47
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রশ্নবোধক স্থানে 41 সংখ্যাটি বসবে।
প্রথম চিত্রে,
(5 × 3) + 4 = 15 + 4 = 19
দ্বিতীয় চিত্রে,
(7 × 5) + 6 = 35 + 6 = 41
তৃতীয় চিত্রে,
(6 × 4) + 5 = 24 + 5 = 29
0
Updated: 1 month ago