একটি এনালগ ঘড়িতে ৪ টা বাজে। ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা কোনদিকে থাকবে?
A
উত্তর-পূর্ব
B
উত্তর
C
উত্তর-পশ্চিম
D
পশ্চিম
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে ৪ টা বাজে। ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা কোনদিকে থাকবে?
সমাধান:
৪ টা বাজার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা উত্তর দিকে থাকবে। 
৪ টা বাজার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটার অবস্থান হবে উত্তর দিক মুখী।
0
Updated: 1 month ago
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর - ক) খ) গ) ঘ)
Created: 1 month ago
A
পুত্র
B
ভাই
C
পিতা
D
চাচা
এখানে, P এবং Q দুই ভাই, আর R এবং S দুই বোন। পরিবারের মধ্যে সম্পর্কগুলো হলো:
-
P-এর ছেলে হলো S-এর ভাই, অর্থাৎ P এবং S-এর মধ্যে বাবা–সন্তান সম্পর্ক।
-
R হলো S-এর বোন, অর্থাৎ R ও S একই মা-বাবার কন্যা।
-
যেহেতু R এবং S বোন, আর S হলো P-এর ছেলে বা কন্যা, তাই R হলো P-এর মেয়ে।
-
P-এর ভাই হলো Q, সুতরাং Q হলো R-এর চাচা।
0
Updated: 1 month ago
নিম্নোক্ত বর্তনীতে অন্তত দুইটি বাতি জ্বালানোর জন্য কমপক্ষে কতটি সুইচ বন্ধ(পূর্ণ) করতে হবে?
Created: 1 month ago
A
১ টি
B
২ টি
C
৩ টি
D
৪ টি
প্রশ্ন: নিম্নোক্ত বর্তনীতে অন্তত দুইটি বাতি জ্বালানোর জন্য কমপক্ষে কতটি সুইচ বন্ধ(পূর্ণ) করতে হবে?
সমাধান:
প্রদত্ত বর্তনীতে কমপক্ষে ২ টি সুইচ বন্ধ (পূর্ণ) করলে বর্তনীটি পূর্ণ হবে এবং দুইটি বাতি জ্বলে উঠবে। 
0
Updated: 1 month ago
যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = ?
Created: 1 month ago
A
RCPCF
B
RCFPC
C
RCPFC
D
RFCPC
প্রশ্ন: যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = ?
সমাধান:
যদি TIGER = VKIGT হয় তাহলে PANDA = RCPFC
TIGER শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে ২ ধাপ সামনে অগ্রসর হয়ে পাই,
T(20) + 2 → V (22)
I(9) + 2 → K (11)
G (7) + 2 → I (9)
E(5) + 2 → G (7)
R (18) + 2 → T (20)
∴ TIGER = RGECP
অনুরূপভাবে,
PANDA শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে ২ ধাপ সামনে অগ্রসর হয়ে পাই,
P (16) + 2 → R(18)
A (1) + 2 → C (3)
N (14) + 2 → P (16)
D (4) + 2 → F (6)
A (1) + 2 → C (3)
∴ PANDA = RCPFC
0
Updated: 1 month ago