প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
8
B
9
C
10
D
11
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 9
প্রথম চিত্রে,
93 - (63 + 27) = 93 - 90 = 3
দ্বিতীয় চিত্রে,
79 - (37 + 38) = 79 - 75 = 4
তৃতীয় চিত্রে,
67 - (42 + 16) = 67 - 58 = 9
0
Updated: 1 month ago
যাদব ২৪০ টাকায় একই রকম কতকগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কলম কনেছিল-
Created: 4 days ago
A
১৩টি
B
১৪টি
C
১৫টি
D
১৬টি
সমাধান:
ধরা যাক, কলমের সংখ্যা =
তাহলে প্রতি কলমের দাম = টাকা
যদি একটি কলম বেশি পেত, অর্থাৎ কলম নিত,
তাহলে প্রতি কলমের দাম হতো টাকা
প্রশ্ন অনুযায়ী,
উত্তর: ১৫টি
0
Updated: 4 days ago
'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
শালীনতা
B
আদালতের বন্ধু
C
শিষ্টাচার
D
বিস্তার
প্রশ্ন: 'Amicus Curiae' এর বাংলা পরিভাষা কোনটি?
সমাধান:
-
'Amicus Curiae' এর বাংলা পরিভাষা হলো আদালতের বন্ধু
অন্য পরিভাষাসমূহ:
-
'Etiquette': শিষ্টাচার
-
'Modesty': শালীনতা
-
'Amplitude': বিস্তার
উৎস:
0
Updated: 1 month ago
২৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ২৮ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
১৭৫ মিটার
B
২২৫ মিটার
C
২০০ মিটার
D
১৮০ মিটার
প্রশ্ন: ২৪০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ২৮ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৫৪ কি.মি./ঘণ্টা
= (৫৪ × ১০০০)/৩৬০০ মি./সেকেন্ড
= ১৫ মি./সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ১৫ মিটার
∴ ২৮ সেকেন্ডে যায় (১৫ × ২৮) = ৪২০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৪২০ - ২৪০ = ১৮০ মিটার
0
Updated: 1 month ago