একটি মানচিত্রে দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক কোনটি হবে?
A
উত্তর দিক
B
দক্ষিণ দিক
C
পশ্চিম দিক
D
পূর্ব দিক
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি মানচিত্রে দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক কোনটি হবে?
সমাধান:
দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক হবে পূর্ব দিক।
0
Updated: 1 month ago
নিম্নোক্ত চিত্রে B এর ওজন কত হবে?
Created: 1 month ago
A
A এর টানের সমান
B
A এর টানের দ্বিগুণ
C
A এর টানের অর্ধেক
D
কোনটিই নয়
প্রশ্ন: নিম্নোক্ত চিত্রে B এর ওজন কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
B এর সাথে যুক্ত দড়ির সংখ্যা = ২ টি
প্রদত্ত চিত্র থেকে
আমরা জানি,
A এর টান = B এর ওজন/B এর সাথে যুক্ত দড়ির সংখ্যা
⇒ A এর টান = B এর ওজন/২
⇒ B এর ওজন = A এর টান × ২
∴ B এর ওজন হবে A এর টানের দ্বিগুণ।
0
Updated: 1 month ago
Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
neutral
B
discriminatory
C
equitable
D
even-handed
প্রশ্ন:
-
Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সমাধান:
-
Impartial মানে: পক্ষপাতহীন, নিরপেক্ষ
-
বিপরীতার্থক শব্দ: discriminatory
-
অর্থ: পক্ষপাতপূর্ণ, বৈষম্যমূলক
-
অন্যান্য অপশন:
-
neutral → নিরপেক্ষ, পক্ষপাতহীন
-
equitable → ন্যায়পরায়ণ, সুবিচারপূর্ণ
-
even-handed → পক্ষপাতহীন, ন্যায়পরায়ণ
সঠিক উত্তর:
0
Updated: 1 month ago
একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১৫ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
Created: 1 month ago
A
১০ মিনিটে
B
১৬ মিনিটে
C
৫ মিনিটে
D
১২ মিনিটে
প্রশ্ন: একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১৫ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
সমাধান:
প্রথম নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১৫ অংশ
দ্বিতীয় নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/৩০ অংশ
∴ দুটি নল দ্বারা, ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = (১/১৫) + (১/৩০) অংশ
= (২ + ১)/৩০ অংশ
= ৩/৩০ অংশ
= ১/১০ অংশ
চৌবাচ্চার ১/১০ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ চৌবাচ্চার ১ বা সম্পন্ন অংশ পূর্ণ হয় = (১ × ১০) মিনিটে
= ১০ মিনিটে
∴ চৌবাচ্চাটি পূর্ণ হয় = ১০ মিনিটে।
0
Updated: 1 month ago