প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
11
B
12
C
13
D
14
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 13
চিত্রটিতে,
7 × 3 = 21
7 × 4 = 28
9 × 5 = 45
13 × 6 = 78 
0
Updated: 1 month ago
ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের বামের অক্ষরটি কী হবে?
Created: 1 month ago
A
P
B
Q
C
R
D
T
প্রশ্নে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ ব্যবহার করে নির্দিষ্ট একটি অক্ষর নির্ণয় করতে বলা হয়েছে।
-
ইংরেজি বর্ণমালার প্রথম চারটি ব্যঞ্জনবর্ণ হলো B, C, D, F
-
৪র্থ ব্যঞ্জনবর্ণ F এর পরবর্তী তিনটি স্বরবর্ণ হলো I, O, U
-
এখানে ৩য় স্বরবর্ণ U
-
U-এর বামে যে অক্ষর রয়েছে তা হলো T
অতএব, সঠিক উত্তর হবে T।
0
Updated: 1 month ago
স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?
Created: 1 month ago
A
৪ কি.মি/ঘণ্টা
B
৩ কি.মি/ঘণ্টা
C
১ কি.মি/ঘণ্টা
D
২ কি.মি/ঘণ্টা
প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?
সমাধান:
ধরি,
স্রোতের বেগ = ক
∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = (৬ + ক) কি.মি/ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = (৬ - ক) কি.মি/ঘণ্টা
প্রশ্নমতে,
(৬ + ক) = ২(৬ - ক)
বা, ৬ + ক = ১২ - ২ক
বা, ২ক + ক = ১২ - ৬
বা, ৩ক = ৬
বা, ক = ৬/৩ = ২
অতএব, স্রোতের বেগ = ২ কি.মি/ঘণ্টা
0
Updated: 1 month ago
আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তাহলে গত পরশুর আগের দিন কী বার ছিল?
Created: 1 month ago
A
রবিবার
B
শনিবার
C
সোমবার
D
শুক্রবার
আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তাহলে:
আগামী পরশুর পরের দিন = শুক্রবার;
আগামী পরশু = বৃহস্পতিবার;
আগামীকাল = বুধবার;
আজ = মঙ্গলবার;
গতকাল = সোমবার;
গত পরশু = রবিবার;
গত পরশুর আগের দিন = শনিবার
0
Updated: 1 month ago