9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = ?
A
1224
B
3012
C
3628
D
4812
উত্তরের বিবরণ
প্রশ্ন: 9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = ?
সমাধান:
9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = 4812
9 × 6 = 54 [6 দ্বারা গুণ করে]
3 × 6 = 18 [6 দ্বারা গুণ করে]
∴ 9 × 3 = 5418 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
এবং
5 × 6 = 30 [6 দ্বারা গুণ করে]
4 × 6 = 24 [6 দ্বারা গুণ করে]
∴ 5 × 4 = 3024 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
অনুরূপভাবে,
8 × 6 = 48 [6 দ্বারা গুণ করে]
2 × 6 = 12 [6 দ্বারা গুণ করে]
∴ 8 × 2 = 4812 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
0
Updated: 1 month ago
ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে কিন্তু জ, চ-এর মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন। দ, গ-এর ভাই হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?
Created: 1 month ago
A
ভাই
B
মামা
C
নাতি
D
ভাগ্নি
প্রশ্নটিতে পরিবারের সম্পর্ক বোঝার জন্য ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক।
প্রদত্ত তথ্য:
-
ক: গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে।
-
জ, চ-এর মা নয়।
-
চ: ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন।
-
দ: গ-এর ভাই।
বিশ্লেষণ:
-
ক ও চ ভাইবোন।
-
ক, জ-এর একমাত্র ছেলে। সুতরাং জ ক-এর পিতা।
-
চ ক-এর বোন এবং চ ঙ-এর স্ত্রী।
-
চ ও ঙ-এর সন্তান হলো গ ও দ।
-
দ গ-এর ভাই, অর্থাৎ চ ও ঙ-এর আরেক সন্তান।
উপসংহার:
-
যেহেতু জ ক-এর পিতা, তাই চ ও ক-এর বাবা।
-
চ ও ঙ-এর ছেলে দ জ-এর নাতি।
সঠিক সমাধান:
দ, জ-এর নাতি।
0
Updated: 1 month ago
নিম্নোক্ত চিত্রটি অঙ্কন করার জন্য ন্যূনতম কতগুলো সরলরেখা টানতে হবে?
Created: 1 month ago
A
২০ টি
B
২৪ টি
C
১৪ টি
D
১৮ টি
প্রশ্ন: নিম্নোক্ত চিত্রটি অঙ্কন করার জন্য ন্যূনতম কতগুলো সরলরেখা টানতে হবে?
সমাধান:
উপরের চিত্রে,
লম্ব বরাবর সরলরেখা আছে ৫টি = AC, IJ, EG, KL এবং BD।
ভূমি বরাবর সরলরেখা আছে ৩টি = AB, FH এবং CD।
তীর্যক সরলরেখা আছে ৬টি = EF, BC, HG, FG, AD এবং EH।
সুতরাং, চিত্রটিতে মোট সরলরেখার সংখ্যা হলো = ৫ + ৩ + ৬ = ১৪টি।
0
Updated: 1 month ago
ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
Created: 1 month ago
A
পশ্চিম
B
পূর্ব
C
উত্তর
D
দক্ষিণ
প্রশ্ন: ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
সমাধান:
তিনি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

ভোরবেলায় সূর্যকে পিছনে রেখে হাঁটা শুরু করলে ঐ ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন। (a থেকে b তে )
১০ মিনিট পর বামদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(b থেকে c তে)
২০ মিনিট হাঁটার পর আবার বামদিকে ঘুরলেন অর্থাৎ পূর্বদিকে ঘুরলেন।(c থেকে d তে)
কিছুক্ষন পর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(d থেকে e তে)
অর্থাৎ ঐ ব্যক্তি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।
0
Updated: 1 month ago