প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
18
B
19
C
20
D
21
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 19
প্রথম চিত্রে,
(9 + 5) - 6 = 14 - 6 = 8
দ্বিতীয় চিত্রে,
(13 + 8) - 5 = 21 - 5 = 16
তৃতীয় চিত্রে,
(10 + 16) - 7 = 26 - 7 = 19
0
Updated: 1 month ago
সিয়াম ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কি.মি. হাঁটলো। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। সিয়াম এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
Created: 1 month ago
A
পশ্চিম
B
উত্তর
C
পূর্ব
D
দক্ষিণ
প্রশ্ন: সিয়াম ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কি.মি. হাঁটলো। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। সিয়াম এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
সমাধান:
সিয়াম উত্তর দিকে A থেকে B বিন্দুতে ৫ কি.মি. হেঁটে বামদিকে B থেকে C বিন্দুতে ২ কি.মি. গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো।
সেখান থেকে ডান দিকে C থেকে D বিন্দুতে অর্থাৎ উত্তর দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো।
এরপর আবার ডান দিকে D থেকে E বিন্দুতে অর্থাৎ পূর্বদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো।
সুতরাং সিয়াম এখন পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে?
Created: 1 month ago
A
1
B
2
C
3
D
4
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে?


সমাধান:
সঠিক উত্তর- গ) 3 
প্রশ্নবোধক স্থানে (3) নং চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে।
সম্পূর্ণ চিত্রটি হবে-

0
Updated: 1 month ago
যদি STABLE = 583294 এবং LABOUR = 932716, তবে BOTTLE = ?
Created: 1 month ago
A
278894
B
279884
C
728984
D
278944
প্রশ্ন: যদি STABLE = 583294 এবং LABOUR = 932716, তবে BOTTLE = ?
সমাধান:
এখানে,
S = 5
T = 8
A = 3
B = 2
L = 9
E = 4
এবং,
L = 9
A = 3
B = 2
O = 7
U = 1
R = 6
একই ভাবে,
B = 2
O = 7
T = 8
T = 8
L = 9
E = 4
∴ BOTTLE = 278894
0
Updated: 1 month ago