প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
18
B
19
C
20
D
21
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 19
প্রথম চিত্রে,
(9 + 5) - 6 = 14 - 6 = 8
দ্বিতীয় চিত্রে,
(13 + 8) - 5 = 21 - 5 = 16
তৃতীয় চিত্রে,
(10 + 16) - 7 = 26 - 7 = 19
0
Updated: 1 month ago
Elegy শব্দটির অর্থ কোনটি?
Created: 1 month ago
A
শোকগাথা
B
গীতিকা
C
সমাধি লিপি
D
প্রশংসাপত্র
Elegy শব্দের অর্থ হলো শোকগাথা বা বিলাপকাব্য, যা সাধারণত কোনো ব্যক্তির মৃত্যু বা দুঃখজনক ঘটনার প্রতি শোক প্রকাশের জন্য রচিত হয়। এটি গ্রিক শব্দ "elegos" থেকে উদ্ভূত, যার অর্থ শোকের গান বা কবিতা।
-
Elegy: শোকগাথা, বিলাপকাব্য
-
Ballad: গীতিকা
-
Epitaph: সমাধি লিপি
-
Testimonial: প্রশংসাপত্র
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
একান্নবত্তী
B
একান্নবর্তি
C
একান্নবর্তী
D
একান্নবর্ত্তী
নিচের বানানটির মধ্যে শুদ্ধটি হলো একান্নবর্তী। এটি বোঝায় এমন পরিবার বা গোষ্ঠী যা একসাথে আহার-সভার ব্যবস্থা এবং বসবাসের মাধ্যমে যৌথভাবে জীবন যাপন করে, অর্থাৎ যৌথ পরিবার।
-
শব্দের অর্থ: একসাথে আহার ও বসবাস করে এমন পরিবার বা যৌথ পরিবার
0
Updated: 3 weeks ago
Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
Created: 4 weeks ago
A
উত্তর
B
দক্ষিণ
C
পশ্চিম
D
পূর্ব
প্রশ্ন: Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
∴ শেষের দিকে Y দক্ষিণ দিকে মুখ করে হাঁটছিল।
0
Updated: 4 weeks ago