নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
A
৬ টি
B
১১ টি
C
১২ টি
D
১৩ টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
প্রদত্ত চিত্রে,
সাধারণ ত্রিভুজ অর্থাৎ কোনো বাহু ছেদ করেনি এমন ত্রিভুজ-- ABE, BEF, EFC, CDE, AED অর্থাৎ ৫ টি
একটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ সংখ্যা-- ABF, BCE, ACE, ABD অর্থাৎ ৪ টি।
দুইটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ সংখ্যা-- AFC, BCD অর্থাৎ ২ টি
দুই বা ততোধিক বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ-- ABC অর্থাৎ ১ টি।
∴ মোট ত্রিভুজ সংখ্যা = (৫ + ৪ + ২ + ১) টি = ১২ টি।
0
Updated: 1 month ago
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমিয়েছেন?
Created: 1 month ago
A
২০%
B
১০%
C
২৫%
D
১৫%
প্রশ্ন: চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমিয়েছেন?
সমাধান:
২৫% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্ব মূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্ব মূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা
= ৮০ টাকা
∴ চালের ব্যবহার কমিয়েছেন = (১০০ - ৮০)%
= ২০% ।
0
Updated: 1 month ago
প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে চতুর্থ গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 1 month ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
কোনটিই ঘুরবে না
D
সবগুলো গিয়ার একই দিকে ঘুরবে
প্রদত্ত অক্ষরগুলোর থেকে সঠিক শব্দ হলো উলুখাগড়া, যা অনগ্রসর ব্যক্তি বা নিরীহ প্রজা বোঝায়।
অন্যদিকে:
-
রদা আপারী ব্যা → আদার ব্যাপারী: নগণ্য ব্যক্তি
-
ড়ু ন্ডী চ ন → উড়নচণ্ডী: অমিতব্যয়ী
-
ককূ ণ্ডূ মপ → কূপমণ্ডূক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি
উৎস:
0
Updated: 1 month ago
প্রদত্ত বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
Created: 1 month ago
A
21 kg
B
42 kg
C
70 kg
D
120 kg
প্রশ্ন: প্রদত্ত বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
দেওয়া আছে,
বস্তুর ভর = 420 kg
আমরা জানি,
প্রযুক্ত বল = (বস্তুর ভর)/(ভরের সাথে যুক্ত দড়ির সংখ্যা)
= 420/6
= 70 kg
0
Updated: 1 month ago