প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
4
B
7
C
9
D
15
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 9
প্রথম চিত্রে,
(81/9) - (56/7) = 9 - 8 = 1
দ্বিতীয় চিত্রে,
(36/3) - (27/9) = 12 - 3 = 9
তৃতীয় চিত্রে,
(42/3) - (27/3) = 14 - 9 = 5
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 1 month ago
A
২৮
B
৩২
C
৬৬
D
৩৪
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
এখানে,
নিচের সংখ্যা দুইটির বিয়োগফলের সমান উপরের সংখ্যা।
১ম চিত্রে,
১৭ - ৮ = ৯
২য় চিত্রে,
৪০ - ২৮ = ১২
৩য় চিত্রে,
৫০ - ? = ১৬
⇒ ? = ৫০ - ১৬
∴ ? = ৩৪
∴ প্রশ্নবোধক স্থানে ৩৪ সংখ্যাটি বসবে।
0
Updated: 1 month ago
ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে কিন্তু জ, চ-এর মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন। দ, গ-এর ভাই হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?
Created: 1 month ago
A
ভাই
B
মামা
C
নাতি
D
ভাগ্নি
প্রশ্নটিতে পরিবারের সম্পর্ক বোঝার জন্য ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক।
প্রদত্ত তথ্য:
-
ক: গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে।
-
জ, চ-এর মা নয়।
-
চ: ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন।
-
দ: গ-এর ভাই।
বিশ্লেষণ:
-
ক ও চ ভাইবোন।
-
ক, জ-এর একমাত্র ছেলে। সুতরাং জ ক-এর পিতা।
-
চ ক-এর বোন এবং চ ঙ-এর স্ত্রী।
-
চ ও ঙ-এর সন্তান হলো গ ও দ।
-
দ গ-এর ভাই, অর্থাৎ চ ও ঙ-এর আরেক সন্তান।
উপসংহার:
-
যেহেতু জ ক-এর পিতা, তাই চ ও ক-এর বাবা।
-
চ ও ঙ-এর ছেলে দ জ-এর নাতি।
সঠিক সমাধান:
দ, জ-এর নাতি।
0
Updated: 1 month ago
যদি × অর্থ ভাগ, - অর্থ গুন, ÷ অর্থ যোগ এবং + অর্থ বিয়োগ হয় তাহলে (3 - 15 ÷ 19) × 8 + 6 = ?
Created: 1 month ago
A
- 1
B
2
C
4
D
8
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: যদি × অর্থ ভাগ, - অর্থ গুন, ÷ অর্থ যোগ এবং + অর্থ বিয়োগ হয় তাহলে (3 - 15 ÷ 19) × 8 + 6 = ?
সমাধান:
দেওয়া আছে,
× = ÷
- = ×
÷ = +
+ = -
∴ (3 - 15 ÷ 19) × 8 + 6
= (3 × 15 + 19) ÷ 8 - 6 [শর্ত অনুযায়ী]
= (45 + 19) ÷ 8 - 6
= 64 ÷ 8 - 6
= 8 - 6
= 2
0
Updated: 1 month ago