A
4
B
7
C
9
D
15
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 9
প্রথম চিত্রে,
(81/9) - (56/7) = 9 - 8 = 1
দ্বিতীয় চিত্রে,
(36/3) - (27/9) = 12 - 3 = 9
তৃতীয় চিত্রে,
(42/3) - (27/3) = 14 - 9 = 5

0
Updated: 10 hours ago
যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
Created: 2 days ago
A
23918522
B
161816225
C
171916225
D
171917235
প্রশ্ন: যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
সমাধান:
যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = 171916225
DRIVE শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
D(4) + 1 = 5,
R(18) + 1 = 19,
I(9) + 1 = 10,
V(22) + 1 = 23,
E(5) + 1 = 6
অর্থাৎ DRIVE = 51910236
অনুরূপভাবে,
PROUD শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
P(16) + 1 = 17
R(18) + 1 = 19
O(15) + 1 = 16
U(21) + 1 = 22
D(4) + 1 = 5
∴ PROUD = 171916225

0
Updated: 2 days ago
Created: 5 days ago
A
২৪
B
৩০
C
১৪
D
৪০
প্রশ্ন:
সমাধান:
১ম চিত্রে বর্গ আছে,
১২ + ২২ = ১ + ৪ = ৫ টি
একইভাবে,
২য় চিত্রে বর্গ আছে,
১২ + ২২ + ৩২ + ৪২ = ১ + ৪ + ৯ + ১৬ = ৩০ টি

0
Updated: 5 days ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 10 hours ago
A
৬ টি
B
১১ টি
C
১২ টি
D
১৩ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
প্রদত্ত চিত্রে,
সাধারণ ত্রিভুজ অর্থাৎ কোনো বাহু ছেদ করেনি এমন ত্রিভুজ-- ABE, BEF, EFC, CDE, AED অর্থাৎ ৫ টি
একটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ সংখ্যা-- ABF, BCE, ACE, ABD অর্থাৎ ৪ টি।
দুইটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ সংখ্যা-- AFC, BCD অর্থাৎ ২ টি
দুই বা ততোধিক বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ-- ABC অর্থাৎ ১ টি।
∴ মোট ত্রিভুজ সংখ্যা = (৫ + ৪ + ২ + ১) টি = ১২ টি।

0
Updated: 10 hours ago