A
২০
B
২২
C
২৩
D
২৫
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = ২৩
প্রদত্ত অনুক্রমটিতে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অন্তর = ২
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অন্তর = ৪
অর্থাৎ
৩ + ২ = ৫
৫ + ৪ = ৯
৯ + ২ = ১১
১১ + ৪ = ১৫
১৫ + ২ = ১৭
১৭ + ৪ = ২১
২১ + ২ = ২৩

0
Updated: 10 hours ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 4 weeks ago
A
2
B
4
C
6
D
8
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রশ্নবোধক স্থানে 2 সংখ্যাটি বসবে।
১ম চিত্রে,
(1 + 3 + 4)/2 = 8/2 = 4
২য় চিত্রে,
(7 + 7 + 6)/2 = 20/2 = 10
৩য় চিত্রে,
(7 + 3 + 2)/2 = 12/2 = 6
∴ নির্ণেয় সংখ্যাটি = 2

0
Updated: 4 weeks ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 1 week ago
A
8 টি
B
10 টি
C
12 টি
D
14 টি
মানসিক দক্ষতা
ত্রিভুজ (Triangle)
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?

সমাধান:

উপরের চিত্রে একক ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের ভিতরে কোনো বাহু ছেদ করে নি এমন ত্রিভুজ ABC, ADC, ADE, JFG, IJG, IGH অর্থাৎ 6 টি ।
এক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ACE, AIJ, FIG, GCD অর্থাৎ 4 টি।
দুই বা দুইয়ের অধিক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ABG, AIG, ACG, FIH অর্থাৎ 4 টি।
∴ মোট ত্রিভুজ = (6 + 4 + 4) টি = 14 টি

0
Updated: 1 week ago
ইংরেজি বর্ণমালায় ৪র্থ ব্যঞ্জনবর্ণের পর ৩য় স্বরবর্ণের বামের অক্ষরটি কী হবে?
Created: 10 hours ago
A
P
B
Q
C
R
D
T
প্রশ্নে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ ব্যবহার করে নির্দিষ্ট একটি অক্ষর নির্ণয় করতে বলা হয়েছে।
-
ইংরেজি বর্ণমালার প্রথম চারটি ব্যঞ্জনবর্ণ হলো B, C, D, F
-
৪র্থ ব্যঞ্জনবর্ণ F এর পরবর্তী তিনটি স্বরবর্ণ হলো I, O, U
-
এখানে ৩য় স্বরবর্ণ U
-
U-এর বামে যে অক্ষর রয়েছে তা হলো T
অতএব, সঠিক উত্তর হবে T।

0
Updated: 10 hours ago