রেহমান সোবহানের প্রতিষ্ঠিত চাপ সৃষ্টিকারী গোষ্টীর নাম কী?
A
সেন্টার ফর পলিসি ডায়লগ
B
ঢাকা ইন্টেলেকচুয়াল সোসাইটি
C
ইকোনমিক রিসার্চ গ্রুপ
D
বাংলাদেশ মানবিক সোসাইটি
উত্তরের বিবরণ
Center for Policy Dialogue (CPD) হলো বাংলাদেশের একটি বেসরকারি গবেষণা সংস্থা, যা সরকারি বিভিন্ন নীতি ও বাণিজ্যিক পদক্ষেপের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে। এটি ১৯৯৩ সালে অর্থনীতিবিদ রেহমান সোবহান কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর সদর দপ্তর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: রেহমান সোবহান
-
সদর দপ্তর: ধানমন্ডি, ঢাকা
-
লক্ষ্য: বাংলাদেশের নাগরিক সমাজের চাহিদা অনুযায়ী চাহিদা-চালিত ও জবাবদিহিমূলক উন্নয়ন প্রক্রিয়া গড়ে তোলা, তথ্যবহুল বিতর্ক উদ্দীপিত করা, জ্ঞান সৃষ্টি করা এবং গবেষণা, সংলাপ, প্রচার ও সমর্থনের মাধ্যমে নীতি নির্ধারণে প্রভাব ফেলা।
0
Updated: 1 month ago
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (NICAR) কত সালে গঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৮১ সালে
B
১৯৮২ সালে
C
১৯৮৩ সালে
D
১৯৮৪ সালে
NICAR হলো National Implementation Committee for Administrative Reform, যা প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নামে পরিচিত। এটি ১৯৮২ সালে গঠিত হয় এবং গঠনের সময় তৎকালীন উপ-প্রধান সামরিক আইন প্রশাসক রিয়ার এডমিরাল এম.এ. খানকে সভাপতি করা হয়। কমিটির আহবায়ক হন মাননীয় প্রধানমন্ত্রী, আর বর্তমানে এই দায়িত্বে আছেন ড. মুহাম্মদ ইউনূস।
-
প্রতিষ্ঠিত: ১৯৮২
-
প্রথম সভাপতি: রিয়ার এডমিরাল এম.এ. খান
-
কমিটির আহবায়ক: মাননীয় প্রধানমন্ত্রী
-
বর্তমান আহবায়ক: ড. মুহাম্মদ ইউনূস
0
Updated: 1 month ago
'গ্রাম সরকার' ব্যবস্থার প্রবক্তা কে ছিলেন?
Created: 1 month ago
A
জিয়াউর রহমান
B
তাজউদ্দিন আহমদ
C
বিচারপতি আবদুস সাত্তার
D
হুসেইন মুহম্মদ এরশাদ
গ্রাম সরকার ব্যবস্থা গঠনের মূল প্রবর্তক ছিলেন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান।
-
জিয়াউর রহমান গ্রাম পুলিশকে ব্রিটিশ চৌকিদার মডেলে সংগঠিত করেন।
-
তিনি গ্রামে গ্রামে ঘুরে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং তাদের নেতৃত্ব, সততা ও কর্মস্পৃহায় অনুপ্রাণিত হয়ে স্বনির্ভর গ্রাম সরকার গঠনের সিদ্ধান্ত নেন।
-
এই গ্রাম সরকারের মাধ্যমে জনগণ নিজেদের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারতেন।
-
গ্রাম সরকারের মোট সদস্য সংখ্যা ছিল ১৪ জন, যার মধ্যে ৬ জন নারী সদস্য থাকতেন।
-
১৯৮২ সালে জেনারেল এরশাদ থানাগুলোকে উপজেলায় উন্নীত করে উপজেলা পরিষদ গঠন করেন।
উৎস:
0
Updated: 1 month ago
প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে মুক্তি পেতে হলে তাকে -
Created: 1 month ago
A
রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে হয়
B
প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে হয়
C
স্পিকারের কাছে পদত্যাগ করতে হয়
D
মন্ত্রিপরিষদের কাছে পদত্যাগ করতে হয়
প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমে তার দায়িত্ব থেকে মুক্তি পেতে পারেন। তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলে তার পদ শূন্য বিবেচিত হবে।
বাংলাদেশের সংবিধানের ৫৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। এছাড়া সংবিধানের ৫৭(১) অনুচ্ছেদে বলা আছে, প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি (ক) তিনি কোনো সময়ে পদত্যাগপত্র প্রদান করেন অথবা (খ) তিনি সংসদ সদস্য না থাকেন। একই অনুচ্ছেদের ৩ উপধারায় উল্লেখ রয়েছে, প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে তার পদে বহাল রাখতে এই অনুচ্ছেদের কোনো বিধান বাধা সৃষ্টিকারী নয়।
0
Updated: 1 month ago