A
১৯৮১ সালে
B
১৯৮২ সালে
C
১৯৮৩ সালে
D
১৯৮৪ সালে
উত্তরের বিবরণ
NICAR হলো National Implementation Committee for Administrative Reform, যা প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নামে পরিচিত। এটি ১৯৮২ সালে গঠিত হয় এবং গঠনের সময় তৎকালীন উপ-প্রধান সামরিক আইন প্রশাসক রিয়ার এডমিরাল এম.এ. খানকে সভাপতি করা হয়। কমিটির আহবায়ক হন মাননীয় প্রধানমন্ত্রী, আর বর্তমানে এই দায়িত্বে আছেন ড. মুহাম্মদ ইউনূস।
-
প্রতিষ্ঠিত: ১৯৮২
-
প্রথম সভাপতি: রিয়ার এডমিরাল এম.এ. খান
-
কমিটির আহবায়ক: মাননীয় প্রধানমন্ত্রী
-
বর্তমান আহবায়ক: ড. মুহাম্মদ ইউনূস

0
Updated: 10 hours ago
রেহমান সোবহানের প্রতিষ্ঠিত চাপ সৃষ্টিকারী গোষ্টীর নাম কী?
Created: 10 hours ago
A
সেন্টার ফর পলিসি ডায়লগ
B
ঢাকা ইন্টেলেকচুয়াল সোসাইটি
C
ইকোনমিক রিসার্চ গ্রুপ
D
বাংলাদেশ মানবিক সোসাইটি
Center for Policy Dialogue (CPD) হলো বাংলাদেশের একটি বেসরকারি গবেষণা সংস্থা, যা সরকারি বিভিন্ন নীতি ও বাণিজ্যিক পদক্ষেপের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে। এটি ১৯৯৩ সালে অর্থনীতিবিদ রেহমান সোবহান কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর সদর দপ্তর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: রেহমান সোবহান
-
সদর দপ্তর: ধানমন্ডি, ঢাকা
-
লক্ষ্য: বাংলাদেশের নাগরিক সমাজের চাহিদা অনুযায়ী চাহিদা-চালিত ও জবাবদিহিমূলক উন্নয়ন প্রক্রিয়া গড়ে তোলা, তথ্যবহুল বিতর্ক উদ্দীপিত করা, জ্ঞান সৃষ্টি করা এবং গবেষণা, সংলাপ, প্রচার ও সমর্থনের মাধ্যমে নীতি নির্ধারণে প্রভাব ফেলা।

0
Updated: 10 hours ago
LGED-এর পূর্ণরূপ কী?
Created: 10 hours ago
A
Local Growth & Engineering Development
B
Local Government Economic Division
C
Local Government Engineering Department
D
Local Governance & Education Directorate
LGED-এর পূর্ণরূপ হলো Local Government Engineering Department বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এটি দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা, যার কার্যক্রম শুরু হয়েছিল ৬০ এর দশকে পল্লীপূর্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে। সময়ের সাথে সাথে এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সীমানা পর্যন্ত এর বিস্তৃত কর্মযজ্ঞ রয়েছে।
-
স্থানীয় পর্যায়ে গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এলজিইডির অন্যতম প্রধান দায়িত্ব।
-
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা প্রদানও এর কাজের অংশ।
-
বিভিন্ন মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে থাকে এলজিইডি।
এলজিইডির মিশন
-
কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা।
-
কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়ন।
-
স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও দারিদ্র্য দূরীকরণ।
-
স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করা।

0
Updated: 10 hours ago
পর পর কতটি সাধারণ নির্বাচনে অংশ না নিলে কোন রাজনৈতিক দল নিবন্ধন হারায়?
Created: 10 hours ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
নিবন্ধন বাতিল হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোন নিবন্ধিত রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করা হয়, এবং এটি নির্দিষ্ট শর্ত অনুযায়ী সম্পন্ন হয়।
-
কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হবে, যদি:
-
দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি দলকে বিলুপ্ত ঘোষণা করে অথবা দলের প্রধান ও সাধারণ সম্পাদক/মহাসচিবদের সমপর্যায়ের পদাধিকারী দলের সিদ্ধান্তের কার্যবিবরণীসহ নির্বাচন কমিশনে আবেদন করে;
-
রাজনৈতিক দল সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়;
-
কমিশনে প্রেরিত প্রয়োজনীয় তথ্য পরপর তিন বছর না পাঠানো হয়;
-
রাজনৈতিক দল পরপর দুইটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে।
-
-
কমিশন নিবন্ধন বাতিলের পূর্বে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে শুনানির সুযোগ প্রদান করবেন।
-
বিলুপ্ত ঘোষিত বা বাতিলকৃত দলের নাম অনুযায়ী অন্য কোনো দলকে নিবন্ধন দেওয়া হবে না।
-
বিলুপ্ত ও বাতিলকৃত দলের নাম সরকারি গেজেটে প্রকাশিত হবে।

0
Updated: 10 hours ago