চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন -
A
লুইপা
B
ভুসুকুপা
C
সরহপাভাদেপা
D
ভাদেপা
উত্তরের বিবরণ
ভুসুকুপা চর্যাগীতি রচনার ক্ষেত্রে দ্বিতীয় স্থানের অধিকারী ছিলেন। তাঁর রচিত ৮টি পদ চর্যাপদ গ্রন্থে সংরক্ষিত আছে। নানা কিংবদন্তি অনুসারে, ভুসুকুপা নামটি ছন্দের নাম হিসেবে ধরা হয়। তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, শান্তিদেব বা ভুসুকুপা ৭ শতকের দ্বিতীয়ার্ধে জীবনযাপন করতেন। তাঁর জীবৎকাল সর্বশেষ পর্যন্ত ৮০০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ধর্মপালের রাজত্বকাল (৭৭০-৮০৬ সাল)েও সক্রিয় ছিলেন।
0
Updated: 1 month ago
'চতুরঙ্গ' গ্রন্থটি কার রচিত?
Created: 1 month ago
A
নাটক
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
ভ্রমণকাহিনী
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চতুরঙ্গ’ একটি বিখ্যাত উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯১৬ সালে। এই উপন্যাসের নামকরণ করা হয়েছে সংস্কৃত শব্দ ‘চতুরঙ্গ’ থেকে, যার অর্থ ‘চারটি অংশ’ বা ‘চতুর্ভুজ’, কারণ উপন্যাসে চারটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ের নামকরণ করা হয়েছে প্রধান চরিত্রদের নামে। উপন্যাসের মূল চরিত্রগুলো হলো শচীশ, দামিনী এবং শ্রীবিলাস।
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো:
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
বউ ঠাকুরানীর হাট
-
দুই বোন
-
মালঞ্চ
-
চতুরঙ্গ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
উৎস:
0
Updated: 1 month ago
চর্যাপদ কোথায় থেকে প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
সংস্কৃত বিশ্ববিদ্যালয়
B
শ্রীরামপুর মিশন
C
বঙ্গীয় সাহিত্য পরিষদ
D
বাংলা একডেমি
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।
- চর্যাপদ শুধু প্রাচীন বাংলা সাহিত্যেরই নিদর্শন নয়, প্রাচীন বাংলা গানেরও নিদর্শন।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা, কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।
0
Updated: 2 months ago
নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম?
Created: 2 months ago
A
নীহারিকা দেবী
B
শ্রীমতী মধ্যমা
C
অনিলা দেবী
D
সুমিত্রা দেবী
• রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম= শ্রীমতী মধ্যমা।
• রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:
- রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন।
- এগুলো হলো:
- ভানুসিংহ ঠাকুর;
- অকপটচন্দ্র ভাস্কর;
- আন্নাকালী পাকড়াশী;
- দিকশূন্য ভট্টাচার্য;
- নবীনকিশোর শর্মণ;
- ষষ্ঠীচরণ দেবশর্মা;
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ;
- শ্রীমতী কনিষ্ঠা;
- শ্রীমতী মধ্যমা;
অন্যদিকে,
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম 'অনিলা দেবী'।
- 'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম- 'নীহারিকা দেবী'।
- মহাশ্বেতা দেবীর ছদ্মনাম- সুমিত্রা দেবী।
0
Updated: 2 months ago