A
Local Growth & Engineering Development
B
Local Government Economic Division
C
Local Government Engineering Department
D
Local Governance & Education Directorate
উত্তরের বিবরণ
LGED-এর পূর্ণরূপ হলো Local Government Engineering Department বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এটি দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা, যার কার্যক্রম শুরু হয়েছিল ৬০ এর দশকে পল্লীপূর্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে। সময়ের সাথে সাথে এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সীমানা পর্যন্ত এর বিস্তৃত কর্মযজ্ঞ রয়েছে।
-
স্থানীয় পর্যায়ে গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এলজিইডির অন্যতম প্রধান দায়িত্ব।
-
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা প্রদানও এর কাজের অংশ।
-
বিভিন্ন মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে থাকে এলজিইডি।
এলজিইডির মিশন
-
কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা।
-
কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়ন।
-
স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও দারিদ্র্য দূরীকরণ।
-
স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করা।

0
Updated: 10 hours ago
কোনটি স্থানীয় সরকার নয়?
Created: 1 month ago
A
পৌরসভা
B
পল্লী বিদ্যুৎ
C
সিটি কর্পোরেশন
D
উপজেলা পরিষদ
পল্লী বিদ্যুৎ' - স্থানীয় সরকার নয়।
• সরকার ব্যবস্থা:
- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।
- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও পল্লীর জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।
• পল্লী স্থানীয় সরকার:
- জেলা পরিষদ,
- উপজেলা পরিষদ,
- ইউনিয়ন পরিষদ।
- জেলা পরিষদ এ তিনস্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামোর সর্বোচ্চ স্তর।
• শহরভিত্তিক স্থানীয় সরকার:
- সিটি কর্পোরেশন।
- পৌরসভা।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
১৯৯০ সালে কার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল?
Created: 1 month ago
A
ড. ফখরুদ্দীন আহমেদ
B
বিচারপতি লতিফুর রহমান
C
বিচারপতি সাহাবুদ্দীন আহমদ
D
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
তত্ত্বাবধায়ক সরকার গঠন:
- ১৯৯০ সালে এরশাদ সরকারের পতন হয়।
- তখন সাংবিধানিক সংকট সৃস্টি হয়।
- তা নিরসনে এইরূপ একটি অস্থায়ী সরকার গঠন অনিবার্য হয়ে ওঠে।
- তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল।
- মোট সতেরো জন উপদেষ্টা নিয়োগ করা হয়।

0
Updated: 1 month ago
রেহমান সোবহানের প্রতিষ্ঠিত চাপ সৃষ্টিকারী গোষ্টীর নাম কী?
Created: 10 hours ago
A
সেন্টার ফর পলিসি ডায়লগ
B
ঢাকা ইন্টেলেকচুয়াল সোসাইটি
C
ইকোনমিক রিসার্চ গ্রুপ
D
বাংলাদেশ মানবিক সোসাইটি
Center for Policy Dialogue (CPD) হলো বাংলাদেশের একটি বেসরকারি গবেষণা সংস্থা, যা সরকারি বিভিন্ন নীতি ও বাণিজ্যিক পদক্ষেপের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে। এটি ১৯৯৩ সালে অর্থনীতিবিদ রেহমান সোবহান কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর সদর দপ্তর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: রেহমান সোবহান
-
সদর দপ্তর: ধানমন্ডি, ঢাকা
-
লক্ষ্য: বাংলাদেশের নাগরিক সমাজের চাহিদা অনুযায়ী চাহিদা-চালিত ও জবাবদিহিমূলক উন্নয়ন প্রক্রিয়া গড়ে তোলা, তথ্যবহুল বিতর্ক উদ্দীপিত করা, জ্ঞান সৃষ্টি করা এবং গবেষণা, সংলাপ, প্রচার ও সমর্থনের মাধ্যমে নীতি নির্ধারণে প্রভাব ফেলা।

0
Updated: 10 hours ago