A
১৯২৭ সালে
B
১৯২৩ সালে
C
১৯২৫ সালে
D
১৯৩০ সালে
উত্তরের বিবরণ
শিখা পত্রিকা ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য-সমাজে প্রতিষ্ঠিত হয়। ১৯২৭ সালে ‘শিখা’ নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক। শিখা বছরে একবার প্রকাশিত হত এবং মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত ও মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত হতো।
শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়। এটি সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের, তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে। পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকাণ্ডের পরিচয় বহন করত। প্রতিটি সংখ্যার শিরোদেশে মুদ্রিত থাকত: ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।

0
Updated: 10 hours ago
প্যারীচাঁদ মিত্র সম্পাদিত পত্রিকার নাম কী?
Created: 9 hours ago
A
সংবাদ প্রভাকর
B
বঙ্গদর্শন
C
মাসিক পত্রিকা
D
ভারতী
মাসিক পত্রিকা তৎকালীন একটি বিশিষ্ট পত্রিকা হিসেবে পরিচিত। ১৮৫৪ সালে প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদারের সম্পাদনায় এটি প্রকাশিত হয়। পত্রিকাটিতে প্যারীচাঁদ মিত্রের বিখ্যাত গ্রন্থ আলালের ঘরের দুলাল ১৮৫৫ সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে।
অন্যদিকে, তৎকালীন অন্যান্য গুরুত্বপূর্ণ পত্রিকাসমূহের সম্পাদকরা ছিলেন:
-
ভারতী পত্রিকা → দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
-
বঙ্গদর্শন পত্রিকা → বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
সংবাদ প্রভাকর পত্রিকা → ঈশ্বরচন্দ্র গুপ্ত

0
Updated: 9 hours ago
প্রথম বাংলা দৈনিক পত্রিকা কোনটি?
Created: 1 month ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
সংবাদ প্রভাকর
D
বঙ্গদর্শন
ঈশ্বরচন্দ্র গুপ্ত ও সংবাদ প্রভাকর
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯):
-
কবি ও সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
বাংলা সাহিত্যে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত – সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে লিখলেও ভাষা, ছন্দ ও অলঙ্কার মধ্যযুগীয়
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর রচনার বিশেষত্ব
-
-
সংবাদ প্রভাকর:
-
১৮৩১ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রতিষ্ঠা
-
১৮৩৯ সাল থেকে দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ
-
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা
-
-
অন্য সাহিত্যিক কীর্তি:
-
কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ
-
অন্যান্য সম্পাদিত পত্রিকা: সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন
-
-
অন্য তথ্য:
-
বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র: সমাচার দর্পণ
-
বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র: দিগদর্শন
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'সবুজপত্র' পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৮৪৩ সালে
B
১৯১১ সালে
C
১৯১৪ সালে
D
১৯১৮ সালে
'সবুজপত্র' পত্রিকা:
-
বিংশ শতাব্দীর বাংলায় আধুনিকতার বাহক বাংলা সাময়িকী।
-
প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালের) ২৫ বৈশাখ।
-
এ ধরনের সাময়িকী প্রকাশের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীকে উৎসাহ প্রদান করেছিলেন।
-
প্রমথ চৌধুরী নতুন সাহিত্য রীতি প্রবর্তনের প্রচেষ্টায় কথ্য বাংলাকে অগ্রাধিকার দেন, যা ‘বীরবলী’ ভাষা (তাঁর ছদ্মনাম ‘বীরবল’ থেকে) হিসেবে পরিচিতি পায়।
-
সবুজপত্রের প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত এবং সম্পাদকের নিজস্ব লেখা সন্নিবেশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago