‘শেষ বড় কবি’ বলা হয় কাকে?
A
কোরেশী মাগনঠাকুর
B
ভারতচন্দ্র রায়গুণাকর
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
শাহ মুহম্মদ সগীর
উত্তরের বিবরণ
ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তাঁর জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। তিনি মধ্যযুগের ‘শেষ বড় কবি’ হিসেবে পরিচিত এবং তাঁকে নাগরিক কবিও বলা হয়। ভারতচন্দ্র বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্ঠ রচনা হলো ‘অন্নদামঙ্গল’, যা তিনি ১৭৫২-৫৩ সালে রচনা করেন। এই কাব্যের দ্বিতীয় অংশ ‘বিদ্যাসুন্দর’ নামে পরিচিত।
-
‘অন্নদামঙ্গল’ কাব্যের বৈশিষ্ট্য: ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ
-
অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য: অন্নদামঙ্গল অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য এবং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ
-
অন্য উল্লেখযোগ্য গ্রন্থ: সত্যনারায়ণের পাঁচালী
0
Updated: 1 month ago
'সাহিত্যরত্ন' উপাধিটি কার?
Created: 2 months ago
A
মোহাম্মদ নজিবর রহমান
B
গোবিন্দচন্দ্র দাস
C
আবুল হোসেন
D
মোহাম্মদ মোজাম্মেল হক
✦ মোহাম্মদ নজিবর রহমান (আনুমানিক ১৮৬০ – ?)
-
পরিচয়: ঔপন্যাসিক।
-
জন্ম: আনুমানিক ১৮৬০ খ্রিস্টাব্দে।
-
অনুপ্রেরণা: ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ প্রেরণায় সাহিত্যচর্চায় ব্রতী হন।
-
সাহিত্যকীর্তি:
-
গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ চিত্রায়ণে বিশেষ দক্ষতা অর্জন করেন।
-
তাঁর প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।
-
-
উপাধি: সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।
✦ মোহাম্মদ নজিবর রহমানের উল্লেখযোগ্য উপন্যাস
-
আনোয়ারা (প্রথম সামাজিক উপন্যাস ও সর্বাধিক জনপ্রিয় রচনা)
✦ অন্যদিকে
-
মোহাম্মদ মোজাম্মেল হক → বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক কাব্যকণ্ঠ উপাধি লাভ করেন।
0
Updated: 2 months ago
বিজন ভট্টাচার্য রচিত 'নবান্ন' গ্রন্থটি কোন প্রকার সাহিত্য?
Created: 1 month ago
A
নাটক
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
প্রবন্ধ
• 'নবান্ন' নাটক:
- নবান্ন পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলা নাট্যধারায় অবদান রাখেন।
- পঞ্চাশের মন্বন্তর, সমকালীন জাতীয় আন্দোলন, মেহনতি মানুষের চাহিদা ইত্যাদি প্রেক্ষাপটে গ্রামীণ কৃষক সমাজের দুঃখ-দুর্দশা, তাদের সংগ্রাম, সফলতা- ব্যর্থতা নাটকের মূল সুর।
• বিজন ভট্টাচার্যের বিখ্যাত নাটক:
- নবান্ন,
- জনপদ,
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর ইত্যাদি।
0
Updated: 1 month ago
কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
Created: 1 week ago
A
স্বর্ণলতা
B
রিক্তের বেদন
C
রাজসিংহ
D
রাজহংস
0
Updated: 1 week ago