'গোরক্ষবিজয়' কোন ধারার সাহিত্য?
A
নাথসাহিত্য
B
মঙ্গলকাব্য
C
কবিগান
D
মর্সিয়া সাহিত্য
উত্তরের বিবরণ
নাথসাহিত্য বাংলা সাহিত্যের এক বিশেষ ধারা, যা মূলত নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি অবলম্বনে রচিত। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধারার অন্যতম উল্লেখযোগ্য কাহিনি হলো শেখ ফয়জুল্লাহর ‘গোরক্ষবিজয়’। একই ধারায় রাজা মাণিকচন্দ্রের গান, ময়নামতীর গান এবং গোপীচন্দ্রের গান রচিত হয়েছিল। বিশেষ করে ময়নামতী-গোপীচন্দ্রের গানে গার্হস্থ্য জীবনের ভিত্তিতে যোগজীবনের নির্দেশিকা প্রকাশ পেয়েছে।
0
Updated: 1 month ago
কোনটি প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ নয়?
Created: 2 weeks ago
A
আহুতি
B
তেল-নুন-লকড়ি
C
নীললোহিত
D
চার ইয়ারী কথা
বাংলা গদ্যসাহিত্যের আধুনিক রূপকার হিসেবে প্রমথ চৌধুরী বিশেষভাবে স্মরণীয়। তিনি বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করে সাহিত্যকে সাধারণ পাঠকের কাছে আরও সহজ ও প্রাণবন্ত করে তোলেন। তাঁর সাহিত্যচর্চা গদ্য, প্রবন্ধ ও কবিতা—সবক্ষেত্রেই সমানভাবে বিস্তৃত ছিল।
মূল তথ্যসমূহ:
-
প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোরে।
-
তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন।
-
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেট রচনার প্রবর্তন করেন।
-
তিনি ১৯১৪ সালে প্রকাশিত মাসিক ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন।
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
নীললোহিত
-
আহুতি
প্রবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লকড়ি
0
Updated: 2 weeks ago
‘তারাবাঈ' নাটকটির লেখক কে?
Created: 1 month ago
A
ইসমাইল হোসেন সিরাজী
B
দ্বিজেন্দ্রলাল রায়
C
আবদুল্লাহ আল মামুন
D
মামুনুর রশিদ
দ্বিজেন্দ্রলাল রায় (ডি.এল. রায়)
-
জন্ম: ১৯ জুলাই ১৮৬৩, নদীয়া জেলা, কৃষ্ণনগর
-
মৃত্যু: ১৭ মে ১৯১৩, কলকাতা
-
পেশা: কবি, নাট্যকার, সুরকার, গীতিকার
-
পরিবার: অগ্রজ রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলালও সাহিত্যিক
সাহিত্যিক কার্যক্রম:
-
ছাত্রজীবনে: আর্য্যগাথা
-
বিলেতে: Lyrics of Ind
-
১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন কেন্দ্রিক গণজাগরণমূলক গান রচনা
ঐতিহাসিক নাটক:
-
তারাবাঈ
-
প্রতাপ-সিংহ
-
দুর্গাদাস
-
নূরজাহান
-
মেবার পতন
-
সাজাহান
-
চন্দ্রগুপ্ত
-
সিংহলবিজয়
সামাজিক নাটক:
-
পরপারে
-
বঙ্গনারী
নোট: তারাবাঈ উপন্যাস লিখেছেন ইসমাইল হোসেন সিরাজী।
0
Updated: 1 month ago
'ফেরদৌসি চরিত' গদ্যগ্রন্থের লেখক কে?
Created: 2 months ago
A
আব্দুল মান্নান সৈয়দ
B
আবু জাফর ওবায়দুল্লাহ
C
মোহাম্মদ মোজাম্মেল হক
D
আবু ইসহাক
✦ ফেরদৌসি চরিত
-
লেখক: মোহাম্মদ মোজাম্মেল হক
-
ধরণ: গদ্যগ্রন্থ
✦ মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৭৩–১৯৫৪)
-
জন্মস্থান: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রাম।
-
পরিচয়: সাহিত্যিক, সমাজসংস্কারক।
-
ভূমিকা:
-
মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
-
লেখনী ও সংগঠনের মাধ্যমে সমাজ সংস্কারে উল্লেখযোগ্য অবদান রাখেন।
-
-
উপাধি: বঙ্গীয় সাহিত্য পরিষৎ তাঁকে “কাব্যকণ্ঠ” উপাধিতে ভূষিত করে।
✦ রচনা সমূহ
উপন্যাস
-
জোহরা
-
দরাফ খান গাজী
কাব্যগ্রন্থ
-
কুসুমাঞ্জলি
-
অপূর্ব দর্শন
-
প্রেমহার
-
জাতীয় ফোয়ারা
-
ইসলাম সংগীত
-
হযরত মুহম্মদ
0
Updated: 2 months ago