A
সাহেব
B
বেয়াই
C
সঙ্গী
D
কবিরাজ
উত্তরের বিবরণ
নিত্য লিঙ্গবাচক শব্দসমূহ
বাংলা ভাষায় শব্দগুলোকে লিঙ্গভিত্তিক তিন প্রকারে ভাগ করা হয় — নিত্য পুরুষবাচক, নিত্য স্ত্রীবাচক, এবং যোগবাচক। এখানে নিত্য পুরুষবাচক ও নিত্য স্ত্রীবাচক শব্দ নিয়ে আলোচনা করা হলো।
নিত্য পুরুষবাচক শব্দ:
যে সমস্ত শব্দের কোনো স্ত্রীবাচক রূপ নেই, সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়। অর্থাৎ, এই ধরনের শব্দ সাধারণত পুরুষ লিঙ্গ বোঝায় এবং এর স্ত্রীবাচক রূপ ব্যবহার হয় না। উদাহরণস্বরূপ—
রাষ্ট্রপতি, বিপত্নীক, কৃতদার, অকৃতদার, কবিরাজ, কুস্তিগির, পুরোহিত, স্ত্রৈণ, কোটিপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ঢাকি, ঢুলি, চৌকিদার, দফাদার ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচক শব্দ:
বাংলা ভাষায় এমন কিছু শব্দও রয়েছে যেগুলোর পুরুষবাচক রূপ নেই এবং তারা নিত্য স্ত্রীবাচক শব্দ হিসেবে পরিচিত। অর্থাৎ, এই ধরনের শব্দগুলো শুধুমাত্র নারী লিঙ্গ বোঝায়। যেমন—
সধবা, বিধবা, সপত্নী, সতিন, বিমাতা, ললনা, অঙ্গনা, এয়ো, দাই, কুলটা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, লক্ষ্মী, ডাইনি, গর্ভিণী, বেশ্যা ইত্যাদি।
যোগবাচক শব্দের উদাহরণ:
কিছু শব্দের পুরুষবাচক ও স্ত্রীবাচক দুটোই থাকে। যেমন—
-
সঙ্গী (পুরুষ) – সঙ্গিনী (স্ত্রী)
-
সাহেব (পুরুষ) – বিবি (স্ত্রী)
-
বেয়াই (পুরুষ) – বেয়াইন (স্ত্রী)
উৎস:
-
প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago