A
শবরপা
B
লুইপা
C
কাহ্নপা
D
সরহপা
উত্তরের বিবরণ
চর্যাপদে মোট সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে, যার মধ্যে একটি পদ ছেঁড়া বা খণ্ডিত আকারে রয়েছে। পদসংখ্যার ভিত্তিতে কবিদের মধ্যে সর্বাধিক অবদান রেখেছেন কাহ্নপা, যিনি ১৩টি পদ রচনা করেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছেন ভুসুকুপা, তাঁর রচিত পদ সংখ্যা ৮। তৃতীয় সর্বোচ্চ অবদানকারী সরহপা, যিনি ৪টি পদ (ক্রমিক ২২, ৩২, ৩৮ ও ৩৯) রচনা করেছেন। চতুর্থ স্থানে রয়েছেন কুক্কুরীপা, যিনি ৩টি পদ রচনা করেছেন। আর পঞ্চম স্থানে রয়েছেন লুইপা, শবরপা ও শান্তিপা, এঁরা প্রত্যেকে ২টি করে পদ রচনা করেছেন।

0
Updated: 10 hours ago
‘গোরক্ষবিজয়’ কাহিনির রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
বিজয় গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
বড়ু চণ্ডীদাস
D
শেখ ফয়জুল্লাহ
নাথসাহিত্য
-
সংজ্ঞা: নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি ভিত্তিক সাহিত্য
-
কাল: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিশেষ ধারা
-
উল্লেখযোগ্য কাহিনি: শেখ ফয়জুল্লাহর গোরক্ষবিজয়
-
অন্যান্য কাহিনি ও গান:
-
রাজা মাণিকচন্দ্রের গান
-
ময়নামতীর গান
-
গোপীচন্দ্রের গান
-
-
বিষয়বস্তু: গার্হস্থ্য জীবনের প্রেক্ষাপটে যোগজীবনের নির্দেশিকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন কে?
Created: 1 month ago
A
গোবিন্দদাস
B
চণ্ডীদাস
C
বিদ্যাপতি
D
জয়দেব
বৈষ্ণব পদাবলি
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্যধারা হলো বৈষ্ণব পদাবলি। এ ধারার মূল বিষয় রাধা-কৃষ্ণের প্রেমলীলা। এখানে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধাকে নায়িকা বলা হয় এবং নায়িকার আটটি ভিন্ন ভিন্ন অবস্থা চিত্রিত হয়েছে।
পদাবলির প্রধান কবি ও সূচনা:
-
বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব সর্বাধিক পরিচিত।
-
তাঁর রচিত গীতগোবিন্দম্ কাব্য রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে আদি বৈষ্ণব পদাবলির অন্যতম নিদর্শন। যদিও এটি সংস্কৃত ভাষায় রচিত।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।

0
Updated: 1 month ago
প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় প্রকাশিত পত্রিকা কোনটি?
Created: 2 weeks ago
A
কালিকলম
B
স্বদেশ
C
ভারতী
D
মাসিক পত্রিকা
কালিকলম পত্রিকা
-
ধরন: সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা
-
প্রথম প্রকাশ: বৈশাখ ১৩৩৩ (১৯২৬)
-
সম্পাদকবৃন্দ: মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র
-
প্রকাশস্থল: কলকাতা, কলেজ স্ট্রিট মার্কেট, বরদা এজেন্সি
-
প্রথম সংখ্যার প্রধান রচনা: শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ধারাবাহিক বড় গল্প ‘মহাযুদ্ধের ইতিহাস’
-
সম্পর্ক: কল্লোল পত্রিকার সঙ্গে ভাবাদর্শে সমান্তরাল, লেখকবৃন্দও প্রায় একই
অন্যান্য পত্রিকা
-
ভারতী পত্রিকা: সম্পাদনা করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
-
স্বদেশ পত্রিকা: সম্পাদনা করেন আহমদ ছফা
-
মাসিক পত্রিকা: প্রকাশ পেয়েছে প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদারের সম্পাদনায়
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago