A
নাথসাহিত্য
B
মঙ্গলকাব্য
C
কবিগান
D
মর্সিয়া সাহিত্য
উত্তরের বিবরণ
নাথসাহিত্য বাংলা সাহিত্যের এক বিশেষ ধারা, যা মূলত নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি অবলম্বনে রচিত। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধারার অন্যতম উল্লেখযোগ্য কাহিনি হলো শেখ ফয়জুল্লাহর ‘গোরক্ষবিজয়’। একই ধারায় রাজা মাণিকচন্দ্রের গান, ময়নামতীর গান এবং গোপীচন্দ্রের গান রচিত হয়েছিল। বিশেষ করে ময়নামতী-গোপীচন্দ্রের গানে গার্হস্থ্য জীবনের ভিত্তিতে যোগজীবনের নির্দেশিকা প্রকাশ পেয়েছে।

0
Updated: 10 hours ago
বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগের মতো ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
কখনো আসে নি
B
হাজার বছর ধরে
C
সূর্য দীঘল বাড়ী
D
চিলেকোঠার সেপাই
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
‘সূর্য দীঘল বাড়ী’ আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস, যা ১৯৫৫ সালে প্রকাশিত হয়।
-
গ্রন্থটি বাংলাদেশের গ্রামীণ জীবনের এক বিশ্বস্ত দলিল হিসেবে বিবেচিত।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগ—এই চারটি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত।
-
উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হলো জয়গুন।
অন্যান্য চরিত্র
-
হাসু
-
মায়মুন
-
শাফি
-
ডা. রমেশ চক্রবর্তী
-
মোরল গদু প্রমুখ
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
‘হাজার বছর ধরে’ (১৯৬৪): আবহমান বাংলার জীবন ও জনপদ এই উপন্যাসের মূল প্রতিপাদ্য।
-
‘চিলেকোঠার সেপাই’: ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াস রচিত এক মহাকাব্যিক উপন্যাস।
-
‘কখনো আসে নি’: জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
সম্প্রতি, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্মেলন- ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
টোকিও, জাপান
B
সাংহাই, চীন
C
সিউল, দক্ষিণ কোরিয়া
D
বেইজিং, চীন
বাংলা
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI )
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
No subjects available.
বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন-২০২৫
-
তারিখ ও স্থান: ২৬–২৮ জুলাই, ২০২৫, সাংহাই, চীন
-
মূল প্রতিপাদ্য: “Global Solidarity in the AI Era” (কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক ঐক্য)
-
উল্লেখযোগ্য তথ্য:
-
অংশগ্রহণকারী প্রতিষ্ঠান: ৮০০+
-
প্রদর্শিত AI উদ্ভাবন: ৩,০০০+
-
বড় ভাষার মডেল (LLM): ৪০+
-
স্মার্ট ডিভাইস: ৫০+
-
বুদ্ধিমান রোবট: ৬০+
-
বিশেষ অতিথি: ১২০+ জন, যার মধ্যে ১২ জন টুরিং ও নোবেল পুরষ্কারপ্রাপ্ত, এছাড়া ওপেনএআই ও মাইক্রোসফটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
-
-
গুরুত্ব: বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী AI ভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন।

0
Updated: 1 month ago
ভুসুকুপা কোন শাসকের রাজত্বকালে জীবিত ছিলেন?
Created: 3 weeks ago
A
রামপাল
B
দেবপাল
C
ধর্মপাল
D
গোপাল
ভুসুকুপা
-
স্থান: চর্যাগীতি রচনায় দ্বিতীয় স্থান অধিকারী
-
প্রকৃত নাম: শান্তিদেব
-
রচনাসংখ্যা: ৮টি পদ, চর্যাপদে সংরক্ষিত
-
জীবনকাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত; ধর্মপালের রাজত্বকালে (৭৭০–৮০৬ খ্রিস্টাব্দ) সক্রিয় ছিলেন
-
নোট:
-
কিছু কিংবদন্তি অনুসারে ‘ভুসুকুপা’ ছন্দের নাম
-
চর্যাপদের অন্যতম প্রাচীন কবি
-

0
Updated: 3 weeks ago