A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
সংবাদ প্রভাকর
D
বেঙ্গল গেজেট
উত্তরের বিবরণ
সংবাদ প্রভাকর ছিল বাংলা ভাষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, যার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি ১৮৩১ সালে এটি প্রথমে সাপ্তাহিক আকারে প্রকাশ করেন। কিছুদিনের মধ্যেই এটি বন্ধ হয়ে গেলেও ১৮৩৬ সালে পুনরায় প্রকাশিত হয়। পরে ১৮৩৯ সালে সংবাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। সংবাদ প্রকাশের পাশাপাশি এতে নিয়মিত সাহিত্যচর্চাও চলত।
-
প্রথম প্রকাশকাল: ১৮৩১ (সাপ্তাহিক)
-
পুনর্মুদ্রণ: ১৮৩৬
-
প্রথম দৈনিক প্রকাশ: ১৮৩৯
-
বিশেষ ভূমিকা: সংবাদ প্রকাশের পাশাপাশি সাহিত্য চর্চার ক্ষেত্রেও অবদান
-
উল্লেখযোগ্য সাহিত্যিকদের প্রাথমিক রচনা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের রচনা প্রথম প্রকাশিত হয় এ পত্রিকায়
-
অন্য সম্পাদিত পত্রিকা: সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন

0
Updated: 10 hours ago
'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
Created: 1 month ago
A
মোজাম্মেল হক
B
মোহাম্মদ আকরম খাঁ
C
মোহাম্মদ নাসিরুদ্দিন
D
আবুল কালাম শামসুদ্দিন
'সওগাত' পত্রিকা:
-
১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়।
-
কাজী নজরুল ইসলাম ছিলেন সওগাতের প্রধান লেখকদের একজন।
- তিনি করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামে একটি ছোট গল্প পাঠান।
- এটিই তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখা। -
সওগাতের অন্যান্য প্রধান লেখক: বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ, আবুল ফজল।
-
এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এতে লিখেছেন।
অন্য পত্রিকা ও সম্পাদক:
-
মোহাম্মদ মোজাম্মেল হক – 'মোসলেম ভারত'
-
মোহাম্মদ আকরাম খাঁ – সাপ্তাহিক 'মোহাম্মদী'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Created: 1 month ago
A
কল্লোল
B
সবুজপত্র
C
বঙ্গদর্শন
D
কালিকলম
বাংলা সাহিত্যে কথ্য গদ্যের প্রচলনে ‘সবুজপত্র’ পত্রিকার বিশেষ ভূমিকা রয়েছে।
‘সবুজপত্র’ পত্রিকা সম্পর্কে কিছু তথ্য:
-
এটি ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
-
বাংলা বর্ষ ১৩২১ সালে পত্রিকাটি প্রকাশ শুরু করে।
-
বাংলা গদ্যের ধাঁচ বদলে চলিত গদ্যরীতি চালু করতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এর আগে যেভাবে সাধু গদ্য লেখা হতো, ‘সবুজপত্র’ সেই ধাঁচ থেকে আলাদা হয়ে কথ্য ভাষার গদ্য প্রচলন করে।
-
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে কথ্য গদ্যের স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পরবর্তীতে তা ব্যবহার করেন।
-
সাহিত্য জগতে ‘সবুজপত্র’ পত্রিকা ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি সাহিত্য দল গঠনের পথ তৈরি করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত দৈনিক সংবাদ পত্র কোনটি?
Created: 2 weeks ago
A
সংবাদ প্রভাকর
B
সাধনা
C
কালিকলম
D
বঙ্গদূত
সংবাদ প্রভাকর
-
সংবাদ প্রভাকর ছিল একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা।
-
প্রথম প্রকাশ: ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ)।
-
সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
-
পত্রিকাটি প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
তাঁর মৃত্যুর কারণে ১৮৩২ সালের ২৫ মে প্রকাশিত ৬৯তম সংখ্যার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
-
তাঁর মৃত্যুর চার বছর পর, ১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত পুনরায় সংবাদ প্রভাকর প্রকাশ শুরু করেন এবং এটি বারত্রয়িক পত্রিকা রূপে প্রকাশিত হতে থাকে।
-
পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার আবারও সহযোগিতা করে।
-
অবশেষে, ১৮৩৯ সালের ১৪ জুন সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
অন্যদিকে
-
সাধনা পত্রিকার সম্পাদক ছিলেন → সুধীন্দ্রনাথ দত্ত।
-
বঙ্গদূত → প্রকাশিত হয় নীলমণি হালদারের সম্পাদনায়, রামমোহন ও তাঁর অনুগামীদের দ্বারা পরিচালিত হয়ে।
-
কালিকলম পত্রিকা → সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago