A
হরপ্রসাদ শাস্ত্রী
B
বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ
C
দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
D
দীনেশচন্দ্র সেন
উত্তরের বিবরণ
শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব কাব্য। এর রচয়িতা ছিলেন বড়ু চণ্ডীদাস। রচনাকাল সুনির্দিষ্টভাবে জানা না গেলেও এটি প্রাকচৈতন্য যুগের, অর্থাৎ খ্রিস্টীয় ১৪শ শতকের কাব্য হিসেবে বিবেচিত। ১৩১৬ বঙ্গাব্দে (খ্রিস্টাব্দ ১৯০৯) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন। এটি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ।
-
খণ্ড সংখ্যা: ১৩
-
পদ সংখ্যা: ৪১৮
এই কাব্যের প্রধান চরিত্র:
-
রাধা
-
কৃষ্ণ
-
বড়ায়ি

0
Updated: 10 hours ago
'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 3 weeks ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
বাংলা
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
No subjects available.
‘চিত্তনামা’ কাব্যগ্রন্থ
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি শ্রদ্ধা ও শোক
-
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ)
-
পটভূমি:
-
চিত্তরঞ্জন দাশ ১৩৩২ বঙ্গাব্দের ২রা আষাঢ় মারা যান।
-
নজরুল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কবিতা লিখেন:
-
অর্ঘ্য
-
অকাল-সন্ধ্যা
-
সান্ত্বনা
-
ইন্দ্রপ্তন
-
রাজভিখারি
-
-
-
বৈশিষ্ট্য: কবিতাগুলোতে চিত্তরঞ্জনের প্রতি নজরুলের গভীর আবেগ ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
কাজী নজরুল ইসলাম সংক্ষেপে
-
জাতীয় কবি: বাংলাদেশ
-
জন্ম: ২৪ মে ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত

0
Updated: 3 weeks ago
'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থের রচয়িতা কে?
Created: 6 days ago
A
ইমদাদুল হক মিলন
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
হুমায়ুন আজাদ
D
আল মাহমুদ
• 'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থটির রচয়িতা- আল মাহমুদ।
- এটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়।
-------------
• আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- কালের কলস,
- সোনালী কাবিন,
- পাখির কাছে ফুলের কাছে,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাস:
- ডাহুকী,
- উপমহাদেশ,
- আগুনের মেয়ে,
- চেহারার চতুরঙ্গ,
- কাবিলের বোন ইত্যাদি।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- সৌরভের কাছে পরাজিত,
- গন্ধবণিক,
- ময়ূরীর মুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 6 days ago
সেক শুভোদয়া গ্রন্থের গল্প প্রথম কোন রাজার রাজসভায় উপস্থাপন করা হয়?
Created: 6 days ago
A
সামন্ত সেনের
B
বিজয় সেনের
C
লক্ষ্মণ সেনের
D
বল্লাল সেনের
বাংলা
আরাকান রাজসভায় বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
বাংলা সাহিত্যের প্রথম
No subjects available.
‘সেক শুভোদয়া’
-
রচয়িতা: হলায়ুধ মিশ্র
-
এটি একটি পীর মাহাত্ম্য-ব্যঞ্জক চম্পুকাব্য, যা সংস্কৃত গদ্যপদ্যে লেখা।
-
বাংলা ভাষা ও সংস্কৃত শব্দের অশুদ্ধ ব্যবহার থাকায় সুনীতিকুমার চট্টোপাধ্যায় এটিকে ‘dog Sanskrit’ বলেছেন।
-
ড. মুহাম্মদ এনামুল হক এর মতে, এটি খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে রচিত।
গ্রন্থের বিষয়বস্তু ও প্রকাশনা
-
গল্প পরিবেশন করেছেন শেখ জালালুদ্দীন তাবরেজি, যিনি লক্ষ্মণ সেনের সভায় এটি উপস্থাপন করেন।
-
গ্রন্থে বাংলা ছড়া ও বাগধারা ব্যবহার লক্ষ্য করা যায়।
-
গদ্যপদ্য মিলিয়ে গ্রন্থে ২৫টি অধ্যায় আছে।
-
১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু ১৩টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ ‘কায়স্থ’ পত্রিকায় প্রকাশ করেন।
-
১৩৩৪ বঙ্গাব্দে সুকুমার সেনের সম্পাদনায় গ্রন্থটি প্রথম মুদ্রিত হয়।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 6 days ago