আধুনিক ট্যাবলেটে প্রধানত কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
A
কীবোর্ড
B
রেডিও ওয়েভ
C
পেন ড্রাইভ
D
টাচ স্ক্রিন
উত্তরের বিবরণ
**ট্যাবলেট কম্পিউটার** হল ল্যাপটপ ও স্মার্টফোনের আকারের মধ্যে একটি ডিভাইস। প্রাথমিক সময়ে এতে কীবোর্ড বা স্টাইলাস ব্যবহার করা হতো, তবে আধুনিক ট্যাবলেটে **টাচ স্ক্রিন** ব্যবহার করা হয়। ১৯৬৮ সালে অ্যালান কেই Dynabook-এর ধারণা করেছিলেন, যদিও তা তৈরি করা হয়নি। প্রথম প্রকৃত ট্যাবলেট কম্পিউটার ছিল Cambridge Z88 এবং Linus Write-Top (1987)। ২০১০ সালে অ্যাপল iPad চালু করে টাচ-স্ক্রিন ডিভাইসকে জনপ্রিয় করে তোলে, এরপর Samsung Galaxy Tab-এর মতো অন্যান্য ট্যাবলেট আসে। ট্যাবলেট ব্যবহারকারীদের টেক্সট হাইলাইট ও এডিট, নোট লেখা, শব্দ অনুসন্ধান, ব্যাকলাইট সামঞ্জস্য এবং অন্তর্নির্মিত অভিধান ব্যবহারে সাহায্য করে। এছাড়া ইন্টারেক্টিভ ডায়াগ্রাম ও ভিডিও শিক্ষার্থীদের সৃজনশীলতা, মনোযোগ এবং সম্পৃক্ততা বৃদ্ধি করে।
0
Updated: 1 month ago
স্মার্টফোনে NFC ব্যবহার করে কী করা যায়?
Created: 1 month ago
A
দীর্ঘ-দূরত্ব ডেটা ট্রান্সফার
B
কন্ট্যাক্টলেস পেমেন্ট
C
স্যাটেলাইট কল
D
লং-রেঞ্জ ওয়াই-ফাই
NFC (Near Field Communication) হলো একটি শর্ট-রেঞ্জ ওয়্যারলেস প্রযুক্তি (সাধারণত 4 সেমি-এর কম দূরত্বে কাজ করে)। এর মাধ্যমে স্মার্টফোন বা ডিভাইসের মধ্যে খুব কাছাকাছি অবস্থায় কন্ট্যাক্টলেস পেমেন্ট (Google Pay, Apple Pay ইত্যাদি) করা যায়।
NFC:
- NFC এর পূর্ণরুপ Near Field Communication.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।
0
Updated: 1 month ago
OR গেইটের সত্যক সারণী (Truth Table) অনুযায়ী, কখন আউটপুট ০ হয়?
Created: 1 month ago
A
সব ইনপুট ১ হলে
B
কমপক্ষে একটি ইনপুট ১ হলে
C
যেকোনো একটি ইনপুট ০ হলে
D
সব ইনপুট ০ হলে
◉ OR Gate একটি লজিক গেইট, যা ইনপুটগুলোর মধ্যে যেকোনো একটি ইনপুট ১ হলে আউটপুট ১ দেয়।
কিন্তু সব ইনপুট যদি ০ হয়, তখনই একমাত্র আউটপুট ০ হয়।
অর গেইট:
- অর গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।
- কমপক্ষে একটি ইনপুট । হলে অর গেইটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট হবে 0।
- দুইটি ইনপুট সংকেত A ও B এবং আউটপুট X হলে অর গেইটের সমীকরণ, সাংকেতিক সংকেত ও সত্যক সারণি হবে নিম্নরূপ-

উৎস:
0
Updated: 1 month ago
মেটা প্ল্যাটফর্মস-এর জনপ্রিয় প্ল্যাটফর্ম কোনগুলো?
Created: 1 month ago
A
লিঙ্কডইন, টিকটক, হোয়াটসঅ্যাপ
B
ইউটিউব, টিকটক, মেসেঞ্জার
C
টুইটার, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট
D
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ
সঠিক উত্তর: ঘ) ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ
মেটা প্ল্যাটফর্মস:
- মেটা প্ল্যাটফর্মস হলো একটি বড় সামাজিক মাধ্যম সংস্থা।
- এটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং হোয়াটসঅ্যাপের মালিক।
- কোম্পানিটি ব্যবহারকারীদের ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে ইন্টারঅ্যাকশনের ওপর গুরুত্ব দেয়।
- অক্টোবর ২০২১-এ ফেসবুকের মূল কোম্পানি তার নাম পরিবর্তন করে “মেটা প্ল্যাটফর্মস” রাখে।
- ফেব্রুয়ারি ২০২৩-এ মার্ক জুকারবার্গ ঘোষণা করেন যে কোম্পানি মেটাভার্স থেকে সরিয়ে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর দিকে মনোযোগ দেবে।
0
Updated: 1 month ago