Which poetic form is used in the poem “The Lake Isle of Innisfree”?
A
Free verse
B
Lyric poetry
C
Ballad
D
Epic
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতা হলো একটি Lyric poem, যেখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি ও আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। Lyric কাব্যের মূল বৈশিষ্ট্য হলো আবেগ ও ব্যক্তিগত অভিজ্ঞতা। Yeats তার নিঃসঙ্গতার আকাঙ্ক্ষা, প্রকৃতির শান্তি এবং আত্মশুদ্ধির চিন্তা lyrically প্রকাশ করেছেন।
1
Updated: 1 month ago
Which of the following is not an American poet?
Created: 2 months ago
A
Robert Frost
B
W.B. Yeats
C
Emily Dickinson
D
Langston Hughes
(ক) Robert Frost - American Poet
(খ) W. B. Yeats - Irish Poet
(গ) Emily Dickinson - American Poet
(ঘ) Langston Hughes - American Poet
1
Updated: 2 months ago
What kind of dwelling does the poet wish to build at Innisfree?
Created: 1 month ago
A
A stone castle
B
A small hut made of clay and wattles
C
A wooden church
D
A fisherman’s cottage
Yeats কল্পনায় একটি ছোট কুঁড়েঘর বানাতে চান, যা মাটি ও ডালের তৈরি হবে। এটি প্রতীকী, কারণ এখানে সরল জীবনযাপন ও প্রকৃতির সঙ্গে একাত্মতার ইঙ্গিত আছে। শহরের বিলাসী জীবনের বিপরীতে এই কুঁড়েঘর হলো নিস্তব্ধতা ও শান্তির জায়গা। কবির কাছে এটি শুধু একটি আশ্রয় নয়, বরং একধরনের আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক।
1
Updated: 1 month ago
Which part of the day is not directly mentioned in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Midnight
B
Noon
C
Evening
D
Morning
কবিতায় midnight, noon এবং evening উল্লেখ আছে, কিন্তু সকাল বা morning সরাসরি নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ Yeats দিনের বিশেষ কিছু সময়কে বেছে নিয়েছেন—রাতের নিস্তব্ধতা, দুপুরের দীপ্তি, আর সন্ধ্যার রূপ—যা শান্তি ও ধ্যানমগ্নতার সঙ্গে সম্পর্কিত। morning বাদ দেওয়ার মাধ্যমে তিনি প্রকৃতির মায়াবী দিকগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন।
0
Updated: 1 month ago