What symbolic meaning can be attached to “nine bean-rows”?
A
Simplicity and self-sufficiency
B
Wealth and luxury
C
Power and authority
D
Entertainment and joy
উত্তরের বিবরণ
“nine bean-rows” প্রতীকীভাবে বোঝায় প্রকৃতির সঙ্গে স্বনির্ভর, সরল জীবনযাপন। এখানে নয় সংখ্যাটি পূর্ণতা ও শৃঙ্খলার প্রতীক। Yeats চান এমন জীবন যেখানে প্রকৃতির কাছ থেকে খাদ্য সংগ্রহ করা যায় এবং শান্ত পরিবেশে শ্রম ও প্রশান্তি মেলে। এটি আত্মনির্ভরতা ও আধ্যাত্মিক শান্তির প্রতীক।
1
Updated: 1 month ago
Why does the poet refer to “the dying generations” in "Sailing to Byzantium"?
Created: 1 month ago
A
To express the transience of life
B
To refer to the elderly people
C
To show the political decay
D
To criticize the younger generation
Yeats “dying generations” বলছেন জীবনের ক্ষয়শীলতা ও অস্থায়িত্ব তুলে ধরতে। তিনি দেখতে পাচ্ছেন যে, বয়স বাড়ার সাথে সাথে মানুষ এবং সমাজের পরিবর্তনশীলতা তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছে, যা তাকে চিন্তিত করে।
2
Updated: 1 month ago
What is the main literary genre of “The Second Coming”?
Created: 1 month ago
A
Modernist prophetic poem
B
Epic romance
C
Classical satire
D
Dramatic monologue
কবিতাটি হলো একটি Modernist prophetic poem। Yeats বাইবেলীয় ভবিষ্যদ্বাণীর ভঙ্গি ব্যবহার করেছেন, কিন্তু এখানে শান্তির বদলে বিশৃঙ্খলার বার্তা আছে। এই prophetic Modernism কবিতাটিকে বিশেষ শক্তি দিয়েছে।
0
Updated: 1 month ago
Who is the author of the poem Easter, 1916?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W. B. Yeats
C
G.B Shaw
D
William Shakespeare
Easter, 1916 কবিতাটি William Butler Yeats লিখেছেন। এটি ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। কবিতায় শহীদদের আত্মত্যাগ ও তাঁদের জীবনের পরিবর্তনের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার একটি বিখ্যাত লাইন হলো: "All changed, changed utterly: A terrible beauty is born."
William Butler Yeats (1865–1939)
-
একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে Ireland-এর National Poet বলা হয়।
-
তাঁর সাহিত্যকর্মগুলোতে আইরিশ ঐতিহ্য ও রাজনীতি এর প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
-
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ বিভিন্ন কবিতায় প্রতিফলিত হয়।
-
১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রধান কবিতাসমূহ:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1913
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
W.B. Yeats রচিত কিছু নাটক:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
উৎস:
0
Updated: 1 month ago