A
The busy city life
B
Family duties
C
Political responsibilities
D
Academic life
উত্তরের বিবরণ
কবি Innisfree-তে যেতে চান শহরের ব্যস্ততা, কোলাহল ও কংক্রিটের জীবন থেকে পালাতে। শহরের ধূসর ফুটপাথের মাঝে দাঁড়িয়ে তিনি প্রকৃতির শান্তি কল্পনা করেন।
তার মনে হয় শহর মানুষকে যান্ত্রিক করে তোলে, কিন্তু Innisfree হলো নিস্তব্ধতার প্রতীক। তাই তিনি প্রকৃতির কোলে ফিরে যেতে চান।

0
Updated: 11 hours ago
What does the “golden bird” symbolize in "Sailing to Byzantium"?
Created: 2 hours ago
A
The eternal soul or the artist
B
Christ’s resurrection
C
Youth and vitality
D
The pleasures of the flesh
Yeats-এর “golden bird” চিত্রটি বোঝায় অমর আত্মা বা শিল্পী। সোনালী পাখি কখনো মরে না এবং এর গানের মাধ্যমে অমরত্বের ধারণা প্রকাশিত হয়। এটি Yeats-এর আত্মার অমরত্বের আকাঙ্ক্ষাকে প্রতীকিত করে, যেভাবে শিল্প বা সৃষ্টির শক্তি চিরস্থায়ী হয়।

0
Updated: 2 hours ago
What is Yeats’s attitude towards the Easter Rising in "Easter 1916"?
Created: 2 hours ago
A
He fully supports it
B
He is indifferent to it
C
He is conflicted but respectful
D
He is openly critical of it
Yeats এই কবিতায় দ্বিধান্বিত এবং শ্রদ্ধাশীল মনোভাব প্রদর্শন করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের ফলে মানুষের আত্মত্যাগ এবং তাদের ক্ষমতার প্রতি সম্মান দেখালেও, তিনি সেই বিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিণতি নিয়ে কিছুটা বিরোধিতা করেন।

0
Updated: 2 hours ago
What is the central theme of "A Prayer for My Daughter"?
Created: 1 hour ago
A
The fleeting nature of youth
B
The poet's desire for his daughter’s happiness and safety
C
The power of nature
D
The importance of political change
Yeats "A Prayer for My Daughter" কবিতায় তার কন্যার সুখ এবং সুরক্ষা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। তিনি তার কন্যার জন্য এমন একটি জীবন চেয়েছেন যেখানে প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের দুর্দশা তাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে।

0
Updated: 1 hour ago