What does the poet long to escape from by going to Innisfree?
A
The busy city life
B
Family duties
C
Political responsibilities
D
Academic life
উত্তরের বিবরণ
কবি Innisfree-তে যেতে চান শহরের ব্যস্ততা, কোলাহল ও কংক্রিটের জীবন থেকে পালাতে। শহরের ধূসর ফুটপাথের মাঝে দাঁড়িয়ে তিনি প্রকৃতির শান্তি কল্পনা করেন।
তার মনে হয় শহর মানুষকে যান্ত্রিক করে তোলে, কিন্তু Innisfree হলো নিস্তব্ধতার প্রতীক। তাই তিনি প্রকৃতির কোলে ফিরে যেতে চান।
0
Updated: 1 month ago
What kind of glimmer is seen at midnight in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Silver glimmer
B
Purple glimmer
C
Golden glimmer
D
Yellow glimmer
কবিতায় বলা হয়েছে “There midnight’s all a glimmer”, যা silver glimmer বা রুপালি আভা বোঝায়। এটি রাতের শান্তি ও প্রকৃতির মায়াবী রূপকে প্রতীকায়িত করে। এই গ্লিমার হলো প্রকৃতির জ্যোৎস্নার রূপ, যা কোলাহলমুক্ত পরিবেশে ধ্যানমগ্ন এক আবহ তৈরি করে। Yeats এখানে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছেন।
0
Updated: 1 month ago
"In W. B. Yeats’ poem ‘The Lake Isle of Innisfree’, why does the poet hear the sound of water even in the city?"
Created: 1 month ago
A
Because of his deep inner connection with nature
B
Because there was a lake in the city
C
Because he imagined it in a dream
D
Because he lived beside a river
Yeats শহরে থেকেও পানির শব্দ শোনেন কারণ তার অন্তরের সঙ্গে প্রকৃতির গভীর টান। প্রকৃতি তার মনে এতটাই প্রোথিত যে শহরের ভিড়েও তিনি লেকের ঢেউয়ের ধ্বনি অনুভব করেন। এটি প্রতীকায়িত করে প্রকৃতি ও মানুষের আত্মিক সম্পর্ক।
0
Updated: 1 month ago
What philosophical idea is reflected in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Romantic ideal of returning to nature
B
Materialism
C
Industrial progress
D
Modern scientific thought
“The Lake Isle of Innisfree” কবিতায় প্রতিফলিত হয়েছে Romantic যুগের প্রকৃতিতে ফেরার আদর্শ। রোমান্টিক কবিরা মনে করতেন প্রকৃতির মাঝে মানুষ শান্তি, সত্য ও আধ্যাত্মিকতা খুঁজে পায়। Yeats এই ধারণা গ্রহণ করে নিজের কবিতায় প্রকাশ করেছেন।
Innisfree তার কাছে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের প্রতীক। শহরের যান্ত্রিক জীবনের বিপরীতে প্রকৃতি তাকে আত্মিক তৃপ্তি দেয়। এই রোমান্টিক আদর্শ Wordsworth, Coleridge প্রমুখ কবিরাও প্রকাশ করেছিলেন। Yeats সেই ধারাকে নতুনভাবে আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago