What does the poet long to escape from by going to Innisfree?
A
The busy city life
B
Family duties
C
Political responsibilities
D
Academic life
উত্তরের বিবরণ
কবি Innisfree-তে যেতে চান শহরের ব্যস্ততা, কোলাহল ও কংক্রিটের জীবন থেকে পালাতে। শহরের ধূসর ফুটপাথের মাঝে দাঁড়িয়ে তিনি প্রকৃতির শান্তি কল্পনা করেন।
তার মনে হয় শহর মানুষকে যান্ত্রিক করে তোলে, কিন্তু Innisfree হলো নিস্তব্ধতার প্রতীক। তাই তিনি প্রকৃতির কোলে ফিরে যেতে চান।
0
Updated: 1 month ago
What does the phrase “no country for old men” refer to in the poem Sailing to Byzantium?
Created: 1 month ago
A
The physical world’s rejection of the elderly
B
The political environment of Byzantium
C
The absence of old people in Byzantium
D
The conflict between the youth and the elderly
Yeats "Sailing to Byzantium" এই কবিতায় “no country for old men” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, শরীর এবং শারীরিক পৃথিবী বৃদ্ধদের জন্য উপযুক্ত নয়। যৌবন ও শারীরিক শক্তির প্রাধান্য দেয় এমন পৃথিবীতে, বৃদ্ধ বয়সে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। কবি চান, তিনি সেই পৃথিবী থেকে মুক্ত হয়ে অমরত্বের পথ খুঁজে যেতে।
2
Updated: 1 month ago
In W. B. Yeats’s poetry, what does he mean by “the fate of the world”?
Created: 1 month ago
A
The political future of Ireland
B
The future of his daughter and the world
C
The uncertain future of mankind
D
The spiritual life of his daughter
Yeats কবিতায় “the fate of the world” দ্বারা বোঝাতে চেয়েছেন মানুষের ভবিষ্যৎ—যেখানে যুদ্ধ, অস্থিরতা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা ভেসে বেড়াচ্ছে। তিনি চান, তার কন্যা এই অস্থির বিশ্বের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা খুঁজে পাক।
1
Updated: 1 month ago
In W. B. Yeats’s poem “The Lake Isle of Innisfree”, Innisfree is an island associated with which Irish county?
Created: 1 month ago
A
Cork
B
Sligo
C
Dublin
D
Galway
Innisfree হলো আয়ারল্যান্ডের Sligo কাউন্টিতে অবস্থিত। Yeats শৈশবে এখানে বেড়ে উঠেছিলেন। Sligo-এর প্রকৃতি তার কাব্যের মূল অনুপ্রেরণা। তাই Innisfree শুধুই একটি দ্বীপ নয়, বরং তার শৈশব স্মৃতির অংশ এবং শান্তির প্রতীক।
0
Updated: 1 month ago