What kind of glow is described at noon in the poem “The Lake Isle of Innisfree”?
A
Purple glow
B
Golden glow
C
Red glow
D
White glow
উত্তরের বিবরণ
Yeats লিখেছেন “and noon a purple glow”। এখানে দুপুরের রঙকে বেগুনি আভা হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি প্রকৃতির রহস্যময়তা এবং আলোক-অন্ধকারের খেলা বোঝায়। Purple glow শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। Yeats প্রকৃতিকে কেবল বাইরের সৌন্দর্য নয়, বরং মানসিক ধ্যান ও আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে দেখেছেন।
2
Updated: 1 month ago
What does Yeats want for his daughter’s emotional future in "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
To have a life full of excitement and adventure
B
To be free from all emotional suffering
C
To experience a balanced and harmonious life
D
To become emotionally detached from the world
Yeats চেয়েছেন তার কন্যা একটি ভারসাম্যপূর্ণ এবং সুষম জীবন কাটাক, যেখানে সে সব ধরনের আবেগের মধ্যে শান্তি এবং সমতা বজায় রাখবে। তিনি চান, তার কন্যার জীবনে অত্যাধিক উত্তেজনা বা অস্থিরতা না এসে, সে শান্তিপূর্ণভাবে জীবন কাটাক।
1
Updated: 1 month ago
What kind of dwelling does the poet wish to build at Innisfree?
Created: 1 month ago
A
A stone castle
B
A small hut made of clay and wattles
C
A wooden church
D
A fisherman’s cottage
Yeats কল্পনায় একটি ছোট কুঁড়েঘর বানাতে চান, যা মাটি ও ডালের তৈরি হবে। এটি প্রতীকী, কারণ এখানে সরল জীবনযাপন ও প্রকৃতির সঙ্গে একাত্মতার ইঙ্গিত আছে। শহরের বিলাসী জীবনের বিপরীতে এই কুঁড়েঘর হলো নিস্তব্ধতা ও শান্তির জায়গা। কবির কাছে এটি শুধু একটি আশ্রয় নয়, বরং একধরনের আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক।
1
Updated: 1 month ago
How does peace come at Innisfree according to the poet?
Created: 1 month ago
A
Peace comes suddenly
B
Peace comes dropping slow
C
Peace comes violently
D
Peace comes with crowd
কবি বলেন শান্তি আসে “dropping slow” অর্থাৎ ধীরে ধীরে, নিঃশব্দে। এটি প্রকৃতির শান্ত গতি বোঝায় যেখানে সময় ধীর গতিতে প্রবাহিত হয়। শহুরে জীবনের কোলাহল থেকে ভিন্ন, Innisfree-এর শান্তি হলো দীর্ঘস্থায়ী এবং গভীর অনুভূতি। এই ধারণা কবিতায় Yeats-এর প্রকৃতির প্রতি আত্মিক আকর্ষণ প্রকাশ করে।
1
Updated: 1 month ago