What kind of glimmer is seen at midnight in the poem “The Lake Isle of Innisfree”?
A
Silver glimmer
B
Purple glimmer
C
Golden glimmer
D
Yellow glimmer
উত্তরের বিবরণ
কবিতায় বলা হয়েছে “There midnight’s all a glimmer”, যা silver glimmer বা রুপালি আভা বোঝায়। এটি রাতের শান্তি ও প্রকৃতির মায়াবী রূপকে প্রতীকায়িত করে। এই গ্লিমার হলো প্রকৃতির জ্যোৎস্নার রূপ, যা কোলাহলমুক্ত পরিবেশে ধ্যানমগ্ন এক আবহ তৈরি করে। Yeats এখানে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছেন।
0
Updated: 1 month ago
In W. B. Yeats’s poetry, what does he mean by “the fate of the world”?
Created: 1 month ago
A
The political future of Ireland
B
The future of his daughter and the world
C
The uncertain future of mankind
D
The spiritual life of his daughter
Yeats কবিতায় “the fate of the world” দ্বারা বোঝাতে চেয়েছেন মানুষের ভবিষ্যৎ—যেখানে যুদ্ধ, অস্থিরতা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা ভেসে বেড়াচ্ছে। তিনি চান, তার কন্যা এই অস্থির বিশ্বের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা খুঁজে পাক।
1
Updated: 1 month ago
Where does the poet hear the sound of the lake water lapping?
Created: 1 month ago
A
At Innisfree
B
In his dream
C
While standing on the roadway or pavement
D
While asleep
Yeats বলেছেন তিনি “while I stand on the roadway, or on the pavements grey” তখনও লেকের পানির শব্দ শুনতে পান। এটি দেখায় যে শহরের ব্যস্ত রাস্তার মাঝেও তার মনের ভেতর প্রকৃতির ডাক বেজে ওঠে।
এটি প্রকৃতির সঙ্গে কবির গভীর মানসিক সংযোগ প্রকাশ করে। যদিও তিনি বাস্তবে শহরে আছেন, তবু Innisfree-এর প্রকৃতি তার অন্তরে বেঁচে থাকে।
2
Updated: 1 month ago
Who wrote the poem 'Sailing to Byzantium'?
Created: 1 month ago
A
Joseph Conrad
B
William Hazlitt
C
Robert Browning
D
William Butler Yeats
The poem Sailing to Byzantium was written by William Butler Yeats.
• Sailing to Byzantium
-
এটি William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
-
এটি ১৯২৭ সালে তাঁর কাব্যসংকলনে প্রকাশিত হয় এবং এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত।
-
Yeats-এর দৃষ্টিতে, প্রাচীন Byzantium ছিল শিল্পের চিরন্তন রূপান্তরের সবচেয়ে বিশুদ্ধ প্রতিচ্ছবি।
-
এই কবিতাটি তার অসাধারণ গীতিময়তার (remarkable lyricism) জন্য বিখ্যাত।
• William Butler Yeats (1865-1939)
-
He was an Irish poet, dramatist, and prose writer.
-
তাঁকে Ireland এর National poet বলা হয়ে থাকে।
-
একজন কবি এবং নাট্যকার হিসাবে, তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির দ্বারা প্রভাবিত হয়েছিল।
-
নিজের জন্মভূমির প্রতি তাঁর ভালোবাসা বিভিন্ন কবিতায় প্রকাশিত হয়েছে।
-
W. B. Yeats ছিলেন প্রথম আইরিশ ব্যক্তি যিনি Nobel Prize in Literature লাভ করেন।
-
১৯২৩ সালে তিনি সাহিত্যে Nobel Prize অর্জন করেন।
-
Abbey Theatre হচ্ছে Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society।
-
মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
• Major Poems
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and the Swan
• Notable Plays
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
• Prose
-
A Vision
-
Celtic Twilight (essay)
Sources:
-
Britannica
-
Poetry Foundation
0
Updated: 1 month ago