পরিবেশগত ' জৈব নিরাপত্তা বিষয়ক' চুক্তি কোনটি?
A
কার্টাগেনা প্রটোকল
B
মিনামাটা কনভেনশন
C
বাসেল কনভেনশন
D
ভিয়েনা কনভেনশন
উত্তরের বিবরণ
পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তু:
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জীববৈচিত্র্য নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity.
- কার্টাগেনা প্রটোকল গৃহীত হয় ২০০০ সালের ১৯ জানুয়ারি।
- কার্টাগেনা প্রটোকল চুক্তিটি কানাডার মনট্রিলে ২০০৩ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।
অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তরের সুরক্ষা চুক্তি।
- বাসেল কনভেনশন হলো ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক চুক্তি।
- মিনামাটা কনভেনশন হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশগত নৃতাত্ত্বিক নির্গমন এবং পারদ যৌগের নির্গমন থেকে রক্ষা বিষয়ক চুক্তি।
0
Updated: 1 month ago
কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে?
Created: 1 month ago
A
ফরাসি বিপ্লব
B
শিল্প বিপ্লব
C
রুশ বিপ্লব
D
বলশেভিক বিপ্লব
বাস্তিল দুর্গ ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রধান প্রতীক হিসেবে পরিচিত ছিল। এখানে রাজতন্ত্রের বিরোধীদের বন্দি রাখা হতো এবং বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তাই সাধারণ মানুষের চোখে এটি ছিল নিপীড়ন ও রাজতান্ত্রিক স্বৈরশাসনের প্রতীক।
-
বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রতীক।
-
এখানে রাজতন্ত্রবিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো এবং অত্যাচার চালানো হতো।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই বিদ্রোহী জনগণ দুর্গটি দখল করে ধ্বংস করে এবং বন্দিদের মুক্তি দেয়।
-
দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এর ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান ঘটে।
-
রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়।
-
এর মাধ্যমে ফ্রান্সে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয়।
-
একই সঙ্গে অভিজাততন্ত্রের পতন অনিবার্য হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে?
Created: 2 months ago
A
শ্রীলঙ্কা
B
মিয়ানমার
C
থাইল্যান্ড
D
তাইওয়ান
সোনালী প্যাগোডার দেশ ও অন্যান্য ভৌগলিক উপনাম
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
কারণ: অসংখ্য সোনালী প্যাগোডা ও স্তূপ, যা দেশটির ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।
-
উপাধি: Land of Golden Pagodas
-
অন্যান্য দেশের ভৌগলিক উপনাম
| দেশ | ভৌগলিক উপনাম |
|---|---|
| কানাডা | লিলি ফুলের দেশ |
| অস্ট্রেলিয়া | ক্যাঙ্গারুর দেশ |
| ইরান | সিল্ক রুটের দেশ |
| ইতালি | মার্বেলের দেশ |
| তাইওয়ান | পঞ্চম ড্রাগনের দেশ |
| জাম্বিয়া | তামার দেশ |
| মিশর | পিরামিডের দেশ |
| চীন | প্রাচীরের দেশ |
| জাপান | ভূমিকম্পের দেশ |
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago
B-52 কোন দেশের বোমারু বিমান?
Created: 1 month ago
A
রাশিয়া
B
যুক্তরাজ্য
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী তাদের নিজস্ব সামরিক প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জামের জন্য সুপরিচিত। এগুলো আধুনিক যুদ্ধ কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব বহন করে।
-
যুক্তরাষ্ট্র:
-
F-16 জঙ্গি বিমান
-
B-52 বোমারু বিমান
-
Stealth প্রযুক্তি-নির্ভর জঙ্গি বিমান, যা রাডারের নজর এড়াতে সক্ষম
-
C-130 সামরিক পরিবহন বিমান
-
-
রাশিয়া:
-
Yak-130 অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান
-
MIG-21 / Malalaika যুদ্ধ বিমান
-
MIG-21 এর চীনা সংস্করণ: J-7 / F-7 Airguard
-
MIG-21 ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ফাইটার বিমান
-
-
যুক্তরাজ্য:
-
Challenger-1 ট্যাংক
-
-
জার্মানি:
-
U-Boat (Under sea Boat) সাবমেরিন
-
উৎস:
0
Updated: 1 month ago