পরিবেশগত ' জৈব নিরাপত্তা বিষয়ক' চুক্তি কোনটি?
A
কার্টাগেনা প্রটোকল
B
মিনামাটা কনভেনশন
C
বাসেল কনভেনশন
D
ভিয়েনা কনভেনশন
উত্তরের বিবরণ
পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তু:
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জীববৈচিত্র্য নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity.
- কার্টাগেনা প্রটোকল গৃহীত হয় ২০০০ সালের ১৯ জানুয়ারি।
- কার্টাগেনা প্রটোকল চুক্তিটি কানাডার মনট্রিলে ২০০৩ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।
অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তরের সুরক্ষা চুক্তি।
- বাসেল কনভেনশন হলো ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক চুক্তি।
- মিনামাটা কনভেনশন হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশগত নৃতাত্ত্বিক নির্গমন এবং পারদ যৌগের নির্গমন থেকে রক্ষা বিষয়ক চুক্তি।
0
Updated: 1 month ago
ইরানে ইসলামী বিপ্লবের নেতা কে ছিলেন?
Created: 1 month ago
A
আয়াতুল্লাহ সলোমান রহমানি
B
সলোমান রাব্বানি
C
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
D
মোহাম্মাদি আব্বাস
ইরানে ইসলামি বিপ্লব হলো ১৯৭৯ সালে সংঘটিত একটি রাজনৈতিক ও সামাজিক বিপ্লব, যা ইরানের শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতনের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের সূচনা করে।
-
নেতৃত্ব: আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
-
সূত্রপাত: জানুয়ারি, ১৯৭৮
-
শাসক পতন ও বিপ্লবের পূর্ণতা: ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯
-
ইসলামী প্রজাতন্ত্রের ঘোষণা: ১ এপ্রিল, ১৯৭৯
-
প্রভাব: ইরান ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় এবং তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর শাসন শেষ হয়
0
Updated: 1 month ago
বিশ্ব বিখ্যাত গ্রন্থগার ’লাইব্রেরী অব কংগ্রেস’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
রাশিয়া
D
অস্ট্রেলিয়া
লাইব্রেরী অব কংগ্রেস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগার, যা গবেষণা ও তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত।
-
প্রতিষ্ঠা: ২৪ এপ্রিল ১৮০০; প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের অধীনে কংগ্রেসের গবেষণা গ্রন্থাগার হিসেবে
-
অবস্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ লাইব্রেরী:
-
দ্যা ব্রিটিশ লাইব্রেরি: লন্ডন, যুক্তরাজ্য
-
লাইব্রেরি অব কংগ্রেস: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
একাডেমি অব সায়েন্স: রাশিয়া
-
আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার: মিসর
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অংশ?
Created: 2 months ago
A
ইথিওপিয়া
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
উপরের সবগুলো
হর্ন অফ আফ্রিকা (Horn of Africa)
-
অবস্থান: পূর্ব আফ্রিকা
-
ভূগোল: আফ্রিকার মানচিত্রে উত্তর-পূর্ব অংশে শিং-এর মতো বর্ধিত অঞ্চল
-
অংশ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া
-
উপদ্বীপ: হর্নের কিছু অংশকে সোমালি উপদ্বীপও বলা হয়
-
প্রধান ভূ-অঞ্চল:
-
ইথিওপিয়ান মালভূমি (উচ্চভূমি)
-
ওগাডেন মরুভূমি
-
ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল
-
-
জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি
-
উপকূল: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর
-
ইতিহাস: দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago