WMO এর পূর্ণরূপ কী?
A
World Maritime Organization
B
World Marine Life Organization
C
World Meteorological Organization
D
World Meteorologic Organization
উত্তরের বিবরণ
• WMO:
- পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।(সেপ্টেম্বর, ২০২৫)
0
Updated: 1 month ago
কত সালে 'Central Treaty Organization' চুক্তি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়?
Created: 1 month ago
A
২০২৫ সালে
B
১৯৮৯ সালে
C
২০২৪ সালে
D
১৯৭৯ সালে
Central Treaty Organization:
- CENTO এর পূর্ণরূপ: Central Treaty Organization.
- CENTO একটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চুক্তি, যা বাগদাদ চুক্তি (Baghdad Pact) নামেও পরিচিত।
- এই চুক্তি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- চুক্তির মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট প্রভাব থেকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াকে সুরক্ষা প্রদান করা।
- CENTO-এর সদস্য দেশগুলো ছিল: ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান, যুক্তরাজ্য।
- সদরদপ্তর: আঙ্কারা, তুরস্ক।
এছাড়াও,
- ১৯৫৯ সালের আগে পর্যন্ত এই সংস্থার সদরদপ্তর ছিল ইরাকের বাগদাদে।
- ইরাক ১৯৫৯ সাল সদস্যপদ প্রত্যাহার করে নেয়, ফলে সদরদপ্তর বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় স্থানান্তর করা হয়।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় এবং শাহ-এর পতনের পর দেশটি এই সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
- CENTO আনুষ্ঠানিকভাবে ১৯৭৯ সালে বিলুপ্ত হয়।
0
Updated: 1 month ago
’সালভেদর ডালি’ কোন দেশের চিত্রকর?
Created: 1 month ago
A
ইতালি
B
স্পেন
C
নেদারল্যান্ড
D
জার্মানি
সালভাদোর ডালি ছিলেন একজন প্রখ্যাত স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রশিল্পী, যিনি অভিনব ও কল্পনাপ্রবণ চিত্রকর্মের জন্য সুপরিচিত।
-
জন্ম: ১১ মে ১৯০৪
-
স্থান: ফিগুয়েরেস, কাতালোনিয়া, স্পেন
-
তিনি একজন পরাবাস্তববাদী চিত্রকর হিসেবে খ্যাত
-
উল্লেখযোগ্য চিত্রকর্ম: The Persistence of Memory (১৯৩১)
-
মৃত্যু: ২৩ জানুয়ারি ১৯৮৯
উৎস:
0
Updated: 1 month ago
২০২৪-২৫ অর্থবছরে কোন খাদ্যশস্যের আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
গম
B
ডাল
C
চাল
D
ভোজ্যতেল
বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে খাদ্যশস্য আমদানিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে, যেখানে চালের আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
-
চলতি অর্থবছরে চালের আমদানি হয়েছে ৬৮ কোটি ২৪ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ গুণ বেশি।
-
এর আগের অর্থবছরে চালের আমদানি হয়েছিল ২ কোটি ৫৪ লাখ ডলার।
-
গমের আমদানি ২০ শতাংশ কমে ১৬২ কোটি ডলারে নেমেছে।
-
ভোজ্যতেলের আমদানি প্রায় ২৪ শতাংশ বেড়ে ২৭১ কোটি ডলার হয়েছে।
-
ডালের আমদানি ৩৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এ তথ্যের মাধ্যমে দেখা যাচ্ছে, বাংলাদেশে খাদ্যশস্য আমদানির ধারা এবং নির্দিষ্ট পণ্যের চাহিদার ওপর সাম্প্রতিক সময়ে বড় ধরনের প্রভাব পড়েছে।
0
Updated: 3 weeks ago