A
Silver glimmer
B
Purple glimmer
C
Golden glimmer
D
Yellow glimmer
উত্তরের বিবরণ
কবিতায় বলা হয়েছে “There midnight’s all a glimmer”, যা silver glimmer বা রুপালি আভা বোঝায়। এটি রাতের শান্তি ও প্রকৃতির মায়াবী রূপকে প্রতীকায়িত করে। এই গ্লিমার হলো প্রকৃতির জ্যোৎস্নার রূপ, যা কোলাহলমুক্ত পরিবেশে ধ্যানমগ্ন এক আবহ তৈরি করে। Yeats এখানে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 11 hours ago
In W. B. Yeats’s poem “A Prayer for My Daughter”, what personal qualities does Yeats wish for his daughter’s future?
Created: 2 hours ago
A
She should be politically active
B
She should be independent and strong-willed
C
She should be able to enjoy life's pleasures without being consumed by them
D
She should become a renowned intellectual
Yeats কবিতায় চেয়েছেন তার কন্যা জীবনের আনন্দ উপভোগ করুক, তবে সে যেন সেই আনন্দের দ্বারা নিয়ন্ত্রিত বা বিপর্যস্ত না হয়ে যায়। তিনি চেয়েছেন তার কন্যা সামাজিক চাপ এবং কৃত্রিমতার মধ্যে হারিয়ে না গিয়ে, নিজের চরিত্রের বিকাশ ঘটাক।

0
Updated: 2 hours ago
In W. B. Yeats’s poem “The Lake Isle of Innisfree”, how many bean-rows does the poet plan to cultivate?
Created: 1 hour ago
A
Ten
B
Nine
C
Seven
D
Twelve
কবিতায় কবি বলেন তিনি “nine bean-rows” রাখবেন। নয় সংখ্যা এখানে প্রতীকী, যা অনেক সংস্কৃতিতে পূর্ণতা, আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং শৃঙ্খলার প্রতীক। কৃষিকাজের এই উল্লেখ প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে স্বনির্ভর জীবনের ধারণা প্রকাশ করে। এটি শহরের কোলাহল থেকে পালিয়ে শান্তিপূর্ণ ও শ্রমনির্ভর জীবনের ইঙ্গিত বহন করে।

0
Updated: 1 hour ago
What natural sound does the poet imagine at Innisfree?
Created: 15 hours ago
A
The sound of the lake water lapping
B
The sound of wind in the forest
C
The sound of falling rain
D
The sound of flowing river
Yeats শহরের কোলাহলে দাঁড়িয়ে থেকেও শোনেন লেকের পানির ঢেউ তীরে লেগে ওঠার শব্দ। এটি প্রকৃতির শান্ত ও অবিরাম ছন্দের প্রতীক। এই শব্দ তার মনে শান্তি ও প্রশান্তি আনে, যা শহুরে ব্যস্ততা থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।
এই ধ্বনি বাস্তবে তিনি লন্ডনে শুনছিলেন না, বরং তার কল্পনায় Innisfree-এর সঙ্গে একাত্ম হয়ে উঠছিলেন। কবির জন্য প্রকৃতি কেবল ভৌত অভিজ্ঞতা নয়, বরং গভীর আধ্যাত্মিক ডাক।

0
Updated: 15 hours ago