২০২৫ সালের কপ-৩০ কোথায় অনুষ্ঠিত হবে?
A
মিশর
B
কেনিয়া
C
ব্রাজিল
D
আজারবাইজান
উত্তরের বিবরণ
COP (Conference of the Parties)
-
COP হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) অংশীদার দেশগুলোর সম্মেলন।
-
১৯৯২ সালে UNFCCC স্বাক্ষরিত হয়।
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)’ অনুষ্ঠিত হচ্ছে।
-
কপ-২৯: আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
-
কপ-৩০: ২০২৫ সালে ব্রাজিলের আমাজনীয়ান শহর বেলেম ডো প্যারাকে আয়োজন করবে।
সূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট, সময়নিউজ, ব্রাজিল সরকারি ওয়েবসাইট
0
Updated: 1 month ago
বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি?
Created: 2 weeks ago
A
UNOSOM
B
UNMOGIP
C
UNTSO
D
UNEF
বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হলো UNTSO (United Nations Truce Supervision Organization)। এটি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সূচনা করে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এমন একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি, মানবাধিকার রক্ষা, এবং রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়তা করা।
-
বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন কার্যরত আছে।
-
এগুলোর মধ্যে রয়েছে: MINURSO (পশ্চিম সাহারা), MINUSCA (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), MONUSCO (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র), UNDOF (গোলান হাইটস), UNFICYP (সাইপ্রাস), UNIFIL (লেবানন), UNISFA (আবিয়েই), UNMIK (কসোভো), UNMISS (দক্ষিণ সুদান), UNMOGIP (ভারত ও পাকিস্তান), এবং UNTSO (মধ্যপ্রাচ্য)।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান উদ্দেশ্য:
-
যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন এবং সংঘর্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা।
-
যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য মানবিক সহায়তা প্রদান।
-
রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে সহায়তা।
-
অবকাঠামো পুনর্নির্মাণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে কার্যক্রম পরিচালনা।
অতিরিক্ত তথ্য:
-
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয় ১৯৪৮ সালে।
-
প্রথম মিশন UNTSO, যা আরব-ইসরায়েল যুদ্ধ (১৯৪৮)-এর পর যুদ্ধবিরতি কার্যকর ও পর্যবেক্ষণের জন্য গঠিত হয়।
-
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ১৯৮৮ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।
0
Updated: 2 weeks ago
জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষরিত হয় কোন সালে?
Created: 1 month ago
A
১৯৪৫ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৩৯ সালে
D
১৯১৯ সালে
জাতিসংঘ সনদ (UN Charter) হলো জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল, যা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য গৃহীত।
-
স্বাক্ষর ও কার্যকর:
-
স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫
-
কার্যকর: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
-
সম্মেলন সম্পর্কিত তথ্য:
-
স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ
-
0
Updated: 1 month ago
সনদ সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচিত হয় কোন দেশ?
Created: 3 weeks ago
A
এস্তোনিয়া
B
বেলারুশ
C
পোল্যান্ড
D
পর্তুগাল
জাতিসংঘ (United Nations Organization) হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়। এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী হিসেবে গড়ে উঠেছে।
-
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫
-
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্বাক্ষরের স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫১টি
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১৯৩টি
সানফ্রান্সিসকো সম্মেলন সংক্রান্ত তথ্য:
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে এবং জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড এই সম্মেলনে উপস্থিত ছিল না।
-
পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে ১৫ অক্টোবর, ১৯৪৫ তারিখে সনদে স্বাক্ষর করে।
-
সনদে স্বাক্ষর করার মাধ্যমে পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।
0
Updated: 3 weeks ago