A
কার্টাগেনা প্রটোকল
B
মিনামাটা কনভেনশন
C
বাসেল কনভেনশন
D
ভিয়েনা কনভেনশন
উত্তরের বিবরণ
পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তু:
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জীববৈচিত্র্য নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity.
- কার্টাগেনা প্রটোকল গৃহীত হয় ২০০০ সালের ১৯ জানুয়ারি।
- কার্টাগেনা প্রটোকল চুক্তিটি কানাডার মনট্রিলে ২০০৩ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।
অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তরের সুরক্ষা চুক্তি।
- বাসেল কনভেনশন হলো ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক চুক্তি।
- মিনামাটা কনভেনশন হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশগত নৃতাত্ত্বিক নির্গমন এবং পারদ যৌগের নির্গমন থেকে রক্ষা বিষয়ক চুক্তি।

0
Updated: 11 hours ago
’ডেকান মালভূমি’ কোন দেশে অবস্থিত?
Created: 3 weeks ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
শ্রীলঙ্কা
ডেকান মালভূমি
-
ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশে অবস্থিত।
-
আয়তন: প্রায় ৪,২২,০০০ বর্গকিমি, যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
-
অবস্থান: ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে।
-
বিস্তৃতি: ভারতের ৮টি রাজ্যে फैला—মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 3 weeks ago
মুসোলিনী
Created: 3 weeks ago
A
ভারত
B
চীন
C
নেপাল
D
পাকিস্তান
বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প
-
নদী: ইয়ারলুং জাংবো (তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত)
-
ভারত ও বাংলাদেশে পরিচিত ব্রহ্মপুত্র নদ নামে
-
-
উদ্যোগকারী দেশ: চীন
-
প্রকল্প: বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
-
উদ্বোধন: ১৯ জুলাই, তিব্বতের মধ্য দিয়ে নদী প্রবাহের উপর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন
-
পরিকল্পনা: পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ
-
মোট ব্যয়: প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (~১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)
উৎস: প্রতিবেদনের তথ্য (২০২৫)

0
Updated: 3 weeks ago
নেলসন ম্যান্ডেলা কোন প্রথম দেশের কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন?
Created: 3 weeks ago
A
জাম্বিয়া
B
কেনিয়া
C
দক্ষিণ আফ্রিকা
D
নাইজেরিয়া
নেলসন ম্যান্ডেলা
-
জন্ম: ১৮ জুলাই ১৯১৮, এমভেজো, দক্ষিণ আফ্রিকা।
-
পরিচয়: দক্ষিণ আফ্রিকার কালো জাতীয়তাবাদী নেতা।
-
রাষ্ট্রপতি: দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি।
-
রাজনৈতিক জীবন:
-
১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান।
-
এফ. ডব্লিউ. ডি ক্লার্ক-এর সাথে মিলে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী এপারথেইড নীতি অবসানে নেতৃত্ব দেন।
-
-
নোবেল পুরস্কার: ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার (ডি ক্লার্ক-এর সাথে যৌথভাবে)।
-
রচনা: Long Walk to Freedom (আত্মজীবনী)।
-
মৃত্যু: ৫ ডিসেম্বর ২০১৩।

0
Updated: 3 weeks ago