'কার্বন ক্রেডিট’ এর ধারণাটি সর্বপ্রথম কোন সংগঠন দেয়?
A
UNFCCC
B
IUCN
C
IPCC
D
UNEP
উত্তরের বিবরণ
• ১৯৯৭ সালের কিয়োটো প্রোটোকল-এর অধীনে কার্বন ক্রেডিট চালু হয়, যার তত্ত্বাবধানে রয়েছে UNFCCC।
• কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- ‘কার্বন ক্রেডিট’ এর ধারণা দেয় কিয়োটা প্রোটোকল।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- এই চুক্তির মূল বিষয়: গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।
0
Updated: 1 month ago
'বি-২' কোন দেশের তৈরী অত্যাধুনিক স্ট্র্যাটেজিক স্টেলথ বোমারু বিমান?
Created: 1 month ago
A
রাশিয়া
B
ইসরায়েল
C
চীন
D
যুক্তরাষ্ট্র
বি-২ হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক স্ট্র্যাটেজিক স্টেলথ বোমারু বিমান, যা গোপনীয়তা ও উচ্চ প্রতিরোধভেদী আক্রমণে সক্ষম।
-
বৃটিশ নাম/ধরণ: বি-২ একটি স্ট্র্যাটেজিক স্টেলথ বোমারু বিমান।
-
ক্ষমতা: এটি নিউক্লিয়ার ও প্রচলিত — উভয় ধরনের অস্ত্র বহন করতে সক্ষম।
-
প্রতিরক্ষা অতিক্রম দক্ষতা: শত্রুর বিস্তৃত ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করার ক্ষমতা রাখে।
-
নকশা ও উপকরণ: এর ফ্লাইং-উইং কাঠামো, কম্পোজিট উপাদান ও বিশেষ স্টেলথ কোটিং একসাথে রাডার, তাপ, শব্দ ও বৈদ্যুতিক সিগনেচার হ্রাস করে, ফলে এটি দ্রুত ও অপ্রতিরোধ্য আঘাত করার উপযোগী।
-
রেঞ্জ: বি-২-এর অপরিবর্তিত রেঞ্জ প্রায় ৬,০০০ নটিকাল মাইল।
-
বোমাবহন ক্ষমতা: প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার-বিধ্বংসী বোমা বহন করতে সক্ষম; প্রতিটি বোমার ওজন ৩০,০০০ পাউন্ড।
0
Updated: 1 month ago
'Soft Loan Window' নামে পরিচিত কোন সংস্থা?
Created: 1 month ago
A
ICSID
B
IMF
C
IDA
D
MIGA
IDA:
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IDA (International Development Association) অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে
IDA কে Soft Loan Window বলা হয়।
- যেসব দেশ
IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে
IDA ঋণ প্রদান করে থাকে।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য - বুলগেরিয়া।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।
0
Updated: 1 month ago
ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৪৬ সাল
B
১৯৪৮ সাল
C
১৯৪৯ সাল
D
১৯৫১ সাল
ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে।
-
প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯
-
প্রতিষ্ঠার প্রক্রিয়া: উত্তর আটলান্টিক চুক্তি বা ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে
-
সদস্য দেশ: বর্তমানে ৩২টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
মূল নীতি: সদস্য দেশগুলোর মধ্যে যে কোনো আক্রমণের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ করা
-
সিদ্ধান্ত গ্রহণ: ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়
0
Updated: 1 month ago