A
World Maritime Organization
B
World Marine Life Organization
C
World Meteorological Organization
D
World Meteorologic Organization
উত্তরের বিবরণ
• WMO:
- পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।(সেপ্টেম্বর, ২০২৫)

0
Updated: 11 hours ago
বিশ্বের সর্বোচ্চ 'গ্র্যান্ড ক্যানিয়ন' সেতু নির্মাণ করেছে কোন দেশ? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 11 hours ago
A
যুক্তরাষ্ট্র
B
চীন
C
ফ্রান্স
D
জার্মানি
বিশ্বের সর্বোচ্চ সেতু:
- বিশ্বের সবচেয়ে উঁচু সেতু চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
- চীনের গুইঝৌ প্রদেশের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুর মোট দৈর্ঘ্য ২,৯০০ মিটার, যার মূল অংশ ১,৪২০ মিটার লম্বা।
- ব্রিজটি নদীর স্তর থেকে ২,০৫১ ফুট (৬২৫ মিটার) উঁচুতে অবস্থিত।
- উদ্বোধনের পর এটি বিশ্বের সর্বোচ্চ সেতু এবং পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে দীর্ঘ স্প্যানের সেতুর রেকর্ড গড়বে।
- সেতুর নির্মাণ প্রকল্প ২০২২ সালের জানুয়ারি থেকে কাজ শুরু হয় এবং সেপ্টেম্বর ২০২৫ সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
- বিশ্বের ১০টি সর্বোচ্চ সেতুর মধ্যে আটটি চীনের গুইঝৌতে অবস্থিত।

0
Updated: 11 hours ago
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 7 hours ago
A
পেতংতার্ন সিনাওয়াত্রা
B
অনুতিন চার্নভিরাকুল
C
স্রেত্থা থাভিসিন
D
থাকসিন শিনাওয়াত্রা
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
-
নাম: অনুতিন চার্নভিরাকুল
-
নির্বাচন: ৫ সেপ্টেম্বর ২০২৫, পার্লামেন্ট ভোটাভুটি
-
ভোট: ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ সদস্যের মধ্যে ৩১১ ভোট পান
-
পদ গ্রহণ: পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে প্রধানমন্ত্রী
-
পেশাগত পটভূমি: নির্মাণ খাতের বড় ব্যবসায়ী; আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী
-
বিখ্যাত কর্মকাণ্ড: ২০২২ সালে গাঁজা আইন প্রণয়নের প্রতিশ্রুতি পূরণে সর্বাধিক পরিচিত
-
বয়স: ৫৮ বছর

0
Updated: 7 hours ago
বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?
Created: 2 weeks ago
A
জৈনধর্ম
B
শিখধর্ম
C
বৌদ্ধধর্ম
D
ইহুদি ধর্ম
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
No subjects available.
গৌতম বুদ্ধ ও বুদ্ধগয়া
-
ব্যক্তিগত নাম: সিদ্ধার্থ
-
জন্ম: খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দী, লুম্বিনী, নেপালের কপিলাবস্তু অঞ্চলে
-
ধর্ম: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা
বুদ্ধ উপাধির অর্থ
-
একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে ওঠেন এবং যন্ত্রণা থেকে মুক্তি পান।
গুরুত্বপূর্ণ স্থানসমূহ
-
বুদ্ধগয়া: বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান
-
সারনাথ: গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে চিন্তাভাবনা করেন; ভারতের বারানাশি থেকে ১৩ কিমি উত্তর-পূর্বে অবস্থিত
-
কুশিনারা: বুদ্ধের মৃত্যুস্থান, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে
-
তক্ষশীলা: পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago