জাতিসংঘের কোন দুটি সংস্থা মিলে IPCC গঠন করে?
A
UNEP ও WMO
B
UNFCCC ও UNEP
C
UNFCCC ও WMO
D
UNEP ও ECOSOC
উত্তরের বিবরণ
• IPCC:
- পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৮ সাল।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য: ১৯৫টি।(সেপ্টেম্বর, ২০২৫)
0
Updated: 1 month ago
CIRDAP-এর কার্যক্রম কোন অঞ্চলের জন্য প্রযোজ্য?
Created: 2 months ago
A
আফ্রিকা অঞ্চল
B
ইউরোপ অঞ্চল
C
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
D
ল্যাটিন আমেরিকা
আন্তর্জাতিক বিষয়াবলি
CIRDAP-Centre on Integrated Rural Development for Asia and the Pacific
আন্তর্জাতিক বিষয়াবলী
CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific)
-
প্রকার ও কার্যক্রম:
-
আঞ্চলিক, আন্তঃসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা
-
কার্যক্রম এলাকা: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
-
লক্ষ্য: সমন্বিত গ্রামীণ উন্নয়ন বাস্তবায়নে সহায়তা
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
প্রতিষ্ঠা: ৬ জুলাই, ১৯৭৯
-
প্রতিষ্ঠার উদ্যোগ: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের উদ্যোগে, FAO-এর সহায়তায়
-
-
সদস্য দেশসমূহ:
-
প্রাথমিক সদস্য: ৬টি দেশ
-
বর্তমান সদস্য: ১৫টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশসমূহ: আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম
-
উৎস: CIRDAP ওয়েবসাইট
0
Updated: 2 months ago
আল উদেইদ সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
বাহারাইন
B
কুয়েত
C
কাতার
D
ওমান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হলো আল উদেইদ (Al Udeid) সামরিক ঘাঁটি, যা কাতারে অবস্থিত।
মূল তথ্য:
-
অবস্থান: দোহার দক্ষিণ-পশ্চিম, কাতার
-
গড়ে তোলা: ১৯৯৬ সালে, মরুভূমি অঞ্চলে ২৪ হেক্টর এলাকা
-
কাজের ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) সদর দপ্তর
-
গুরুত্বপূর্ণ ঘটনা: আল উদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী ইরানবিরোধী অভিযান পরিচালনা করে
-
তাৎপর্য: মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র
উৎস: সিএনএন নিউজ
0
Updated: 2 months ago
বর্তমানে এশিয়ায় কতটি দেশ 'Least Developed Countries' হিসেবে স্বীকৃত?
Created: 1 month ago
A
৩২টি
B
৪৪টি
C
৬টি
D
৮টি
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ বলতে সেসব দেশ বুঝায় যেগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন অপর্যাপ্ত।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।
- বাংলাদেশ ২০২৬ সালে LDC থেকে উর্ত্তীণ হবে।
0
Updated: 1 month ago