'প্যারিস জলবায়ু চুক্তি' (Paris Agreement) কার্যকর হয় কত সালে?
A
২০১২ সালে
B
২০১৬ সালে
C
২০১৮ সালে
D
২০১৩ সালে
উত্তরের বিবরণ
• প্যারিস জলবায়ু চুক্তি:
- পূর্ণরূপ: Paris Agreement under the United Nations Framework Convention on Climate Change (UNFCCC)।
- গৃহীত হয়: ১২ ডিসেম্বর ২০১৫.
- স্থান: প্যারিস, ফ্রান্স।
- কার্যকর তারিখ: ৪ নভেম্বর, ২০১৬।
- উদ্দেশ্য: বৈশ্বিক উষ্ণায়ন ২°C এর নিচে সীমাবদ্ধ করা, এবং ১.৫°C লক্ষ্য অর্জনে প্রচেষ্টা করা।
- অংশগ্রহণকারী দেশ: ১৯৫ দেশ।
0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রেখা কোন দুই দেশের মধ্যে?
Created: 2 months ago
A
পর্তুগাল ও স্পেন
B
যুক্তরাষ্ট্র ও কানাডা
C
ভারত ও চীন
D
চীন ও রাশিয়া
0
Updated: 2 months ago
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 2 months ago
A
ফ্রান্স
B
ভারত
C
জার্মানি
D
পাকিস্তান
জার্মানির পারমাণবিক অবস্থান:
-
জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়।
-
এটি NPT (Non-Proliferation Treaty) এর সদস্য এবং তার নিরাপত্তা নির্ভর করে NATO ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাউনি/নিরাপত্তার ওপর।
-
জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে, তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের হাতে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উদাহরণ:
-
চীন (১৯৬৪)
-
ভারত (১৯৭৪, "Smiling Buddha")
-
পাকিস্তান (১৯৯৮)
উৎস: Britannica, The Daily Star।
0
Updated: 2 months ago
B-2 Spirit কী?
Created: 3 weeks ago
A
পারমানবিক স্থাপনা
B
যুদ্ধ বিমান
C
অবকাশ কেন্দ্র
D
যুদ্ধ জাহাজ
বি-২ স্পিরিট (B-2 Spirit) হলো একটি স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার, যা যুক্তরাষ্ট্রের Northrop Grumman কোম্পানি দ্বারা নির্মিত।
-
পূর্ণ নাম: Northrop Grumman B-2 Spirit
-
প্রথম উড্ডয়ন: ১৭ জুলাই, ১৯৮৯
-
মার্কিন বিমান বাহিনীতে সেবা গ্রহণ: ১৯৯৩
-
ধরন: স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার
-
প্রধান ব্যবহার: গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে নিখুঁত বোমা হামলা চালানো
-
বিশেষ বৈশিষ্ট্য: ‘Flying wing’ ডিজাইন এবং রাডার-চালিত অদৃশ্যতা
-
নির্মানকারী দেশ: যুক্তরাষ্ট্র
0
Updated: 3 weeks ago