A
UNEP ও WMO
B
UNFCCC ও UNEP
C
UNFCCC ও WMO
D
UNEP ও ECOSOC
উত্তরের বিবরণ
• IPCC:
- পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৮ সাল।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য: ১৯৫টি।(সেপ্টেম্বর, ২০২৫)

0
Updated: 11 hours ago
V-20 জোট গঠনের উদ্যোক্তা কে?
Created: 3 weeks ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
ক্লাইমেট ভালনারেবল ফোরাম
C
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
D
বিশ্বব্যাংক
V-20 বা Vulnerable Twenty Group
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের একটি জোট।
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম সভা: লিমা, পেরু
-
উদ্যোক্তা: Climate Vulnerable Forum (CVF)
-
প্রাথমিক ২০টি সদস্য দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম
-
বর্তমান সদস্য দেশ: ৭০ টি [আগস্ট, ২০২৫]
উৎস: V-20 ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
BENELUX এর সদর দপ্তর-
Created: 3 weeks ago
A
ব্রাসেলস, বেলজিয়াম
B
লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ
C
আমস্টারডাম, নেদারল্যান্ডস
D
জেনেভা, সুইজারল্যান্ড
BENELUX
-
পূর্ণরূপ: Belgium, Netherlands and Luxembourg
-
প্রকার: পশ্চিম ইউরোপের তিনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন
-
চুক্তি স্বাক্ষরিত: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮
-
চুক্তি কার্যকর: ১৯৬০
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারের প্রবর্তক
-
অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয় বৃদ্ধি
-
-
সদস্য দেশ:
-
বেলজিয়াম
-
নেদারল্যান্ডস
-
লুক্সেমবার্গ
-
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
উৎস: BENELUX ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
অপারেশন রাইজিং লায়ন কোন দেশের পরিচালিত অভিযান?
Created: 3 weeks ago
A
ইউক্রেন
B
ইসরায়েল
C
ভারত
D
পাকিস্তান
অপারেশন রাইজিং লায়ন
-
পরিচয়: ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযান
-
নামের অর্থ: বাইবেলের একটি অনুচ্ছেদ থেকে নেওয়া, সিংহের প্রতীকী শক্তি ও ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির প্রতীক
-
তারিখ ও সময়: ১৩ জুন ২০২৫-এর ভোর
-
পরিচালন: ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে
-
প্রক্রিয়া:
-
ড্রোন ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা
-
প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা
-
ইরানের প্রতিক্রিয়া:
-
পাল্টা হামলার নাম: অপারেশন টু প্রমিজ থ্রি
-
কার্যক্রম: শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া
উৎস: যুগান্তর

0
Updated: 3 weeks ago