বিশ্বের সর্বোচ্চ 'গ্র্যান্ড ক্যানিয়ন' সেতু নির্মাণ করেছে কোন দেশ? (সেপ্টেম্বর, ২০২৫)
A
যুক্তরাষ্ট্র
B
চীন
C
ফ্রান্স
D
জার্মানি
উত্তরের বিবরণ
বিশ্বের সর্বোচ্চ সেতু:
- বিশ্বের সবচেয়ে উঁচু সেতু চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
- চীনের গুইঝৌ প্রদেশের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুর মোট দৈর্ঘ্য ২,৯০০ মিটার, যার মূল অংশ ১,৪২০ মিটার লম্বা।
- ব্রিজটি নদীর স্তর থেকে ২,০৫১ ফুট (৬২৫ মিটার) উঁচুতে অবস্থিত।
- উদ্বোধনের পর এটি বিশ্বের সর্বোচ্চ সেতু এবং পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে দীর্ঘ স্প্যানের সেতুর রেকর্ড গড়বে।
- সেতুর নির্মাণ প্রকল্প ২০২২ সালের জানুয়ারি থেকে কাজ শুরু হয় এবং সেপ্টেম্বর ২০২৫ সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
- বিশ্বের ১০টি সর্বোচ্চ সেতুর মধ্যে আটটি চীনের গুইঝৌতে অবস্থিত।
0
Updated: 1 month ago
গ্রিন ক্রস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
রবার্ট এ সাইট্রন
B
লেস্টার ব্রাউন
C
বব হান্টার
D
মিখাইল গর্বাচেভ
Green Cross International:
- গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল একটি পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ১৮ এপ্রিল, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে ৩০টি দেশে সদস্য সংস্থা রয়েছে।
⇒ এটি ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের আর্থ সামিটের মাধ্যমে শুরু করা কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
- ৬ জুন, ১৯৯২ তারিখে, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
- একই সময়ে সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'ওয়ার্ল্ড গ্রিন ক্রস' প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে ১৯৯৩ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠিত হয়।
- এটি আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে জাপানের কিয়োটোতে চালু হয়।
0
Updated: 1 month ago
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) অনুমোদনকারী দেশ কতটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
১৭০টি
B
১৭৮টি
C
১৮০টি
D
১৯২টি
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
-
পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
-
স্বাক্ষরিত: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে
-
বাংলাদেশ: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষর করে
সদস্য ও অনুমোদন পরিস্থিতি:
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৮টি
-
যারা স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
-
যারা স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র
চুক্তির কার্যকারিতা:
-
চুক্তিটি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশের স্বাক্ষর ও অনুমোদন আবশ্যক।
-
এদের মধ্যে ৯টি দেশ এখনও অনুমোদন দেয়নি।
-
রাশিয়া ২০২৩ সালে তার অনুমোদন প্রত্যাহার করেছে।
-
এই কারণে চুক্তিটি এখনও কার্যকর হয়নি।
উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং বিশ্বে পারমাণবিক হুমকি কমানো।
0
Updated: 1 month ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago