সম্প্রতি, কোন দেশের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন? (সেপ্টেম্বর, ২০২৫)
A
যুক্তরাজ্য
B
জার্মানি
C
সুইডেন
D
ফ্রান্স
উত্তরের বিবরণ
স্টেথোস্কোপ:
- যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন।
- এই স্টেথোস্কোপ দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্রোগ হার্ট ফেইলিওর, হার্টের ভালভের রোগ এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন নির্ণয় করতে পারে।
- এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।
- নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে।
- ক্যালিফোর্নিয়ার সংস্থা ইকো হেলথ এটি বাণিজ্যিকভাবে তৈরি করছে।
- বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে।

0
Updated: 11 hours ago
কনস্টান্টিনোপল' কোন সভ্যতার রাজধানী ছিল?
Created: 1 day ago
A
বাইজেন্টাইন
B
মায়া
C
সুমেরীয়
D
হিব্রু
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক সংস্থা
সাম্রাজ্যের পতন
No subjects available.
বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল একটি প্রাচীন এবং শক্তিশালী সাম্রাজ্য, যা প্রায় ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল এবং ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণের আগে বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা হিসেবে পরিচিত ছিল।
-
সাধারণত এটি পূর্ব রোমান সাম্রাজ্য নামে পরিচিত
-
৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচালিত হয়
-
রাজধানী: কনস্টান্টিনোপল
-
সাম্রাজ্যের ভূখণ্ড প্রায় ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলো জুড়ে ছিল, যার মধ্যে বর্তমান ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা অন্তর্ভুক্ত
-
সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান
-
১৪ শতকে অটোমান তুর্কিরা ধীরে ধীরে দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে সম্পূর্ণ অটোমান নিয়ন্ত্রণে চলে যায়
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
ANZUS- সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
Created: 3 weeks ago
A
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
B
কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
C
যুক্তরাষ্ট্র ,কানাডা, ও নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
ANZUS
-
পূর্ণরূপ: Australia, New Zealand, United States Security Treaty
-
ধরন: সামরিক জোট
-
প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর ১৯৫১
-
সদস্য সংখ্যা: ৩টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উৎস: ANZUS ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago