'বাসেল কনভেনশন' কী বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
A
সমুদ্রতলদেশে প্রাণী সংরক্ষণ
B
বন্যপ্রাণী সংরক্ষণ
C
জলাভূমি সংরক্ষণ
D
বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন
উত্তরের বিবরণ
• বাসেল কনভেনশন:
- বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন বাসেল কনভেনশন।
- কনভেনশনটি ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয়।
- এটি ১৯৯২ সালে এটি কার্যকর হয়।
- পুরো নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their disposal.
- বাংলাদেশ কনভেনশনটি অনুমােদন করে ১৯৯৩ সালে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
অরেঞ্জ বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল কোন শহর?
Created: 1 month ago
A
মিনস্ক
B
ওয়ারশ
C
কিয়েভ
D
তিবিলিসি
অরেঞ্জ বিপ্লব ইউক্রেনে সংঘটিত একটি ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক ঘটনা।
অরেঞ্জ বিপ্লব সম্পর্কিত তথ্য:
- 
সংঘটিত: ২০০৪ সালে 
- 
স্থান: ইউক্রেন, রাজধানী কিয়েভ ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু 
- 
উদ্দীপনা: প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও ব্যাপক দুর্নীতি অভিযোগ তুলে নাগরিকদের প্রতিরোধ আন্দোলন শুরু হয় 
- 
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক আন্দোলন 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (আগস্ট, ২০২৫)
Created: 1 month ago
A
২৮টি
B
২৯টি
C
৩০টি
D
৩১টি
শেনজেন অঞ্চল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- 
চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে, স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহর 
- 
কার্যকর হওয়ার তারিখ: ২৬ মার্চ ১৯৯৫, যার মাধ্যমে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয় 
- 
শেনজেন ভুক্ত দেশ সংখ্যা: ২৯টি (আগস্ট, ২০২৫) 
- 
সর্বশেষ যোগদানকারী দেশ: রোমানিয়া ও বুলগেরিয়া, যোগদানের তারিখ: ১ জানুয়ারি ২০২৫ 
উল্লেখযোগ্য:
- 
লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না হলেও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে 
তথ্যসূত্র:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'ওডার-নেইস লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমানা?
Created: 1 month ago
A
জার্মানি ও পোল্যান্ড
B
পর্তুগাল ও স্পেন
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
ইসরাইল ও সিরিয়া
বিভিন্ন দেশের সীমানা নির্ধারণের জন্য বিশ্বে কিছু বিশেষ লাইন নির্ধারিত হয়েছে, যা প্রায়শই রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
- 
পার্পল লাইন: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা 
- 
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা 
- 
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা 
- 
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা 
- 
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা 
- 
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা 
- 
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা 
- 
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা 
- 
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা 
তথ্যসূত্র:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago