Which part of the day is not directly mentioned in the poem “The Lake Isle of Innisfree”?
A
Midnight
B
Noon
C
Evening
D
Morning
উত্তরের বিবরণ
কবিতায় midnight, noon এবং evening উল্লেখ আছে, কিন্তু সকাল বা morning সরাসরি নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ Yeats দিনের বিশেষ কিছু সময়কে বেছে নিয়েছেন—রাতের নিস্তব্ধতা, দুপুরের দীপ্তি, আর সন্ধ্যার রূপ—যা শান্তি ও ধ্যানমগ্নতার সঙ্গে সম্পর্কিত। morning বাদ দেওয়ার মাধ্যমে তিনি প্রকৃতির মায়াবী দিকগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন।
0
Updated: 1 month ago
Yeats's symbol of Byzantium suggests-
Created: 2 weeks ago
A
Escape into mythical violence
B
Return of pastoral innocence
C
Perfection of art beyond time
D
The chaos of cyclical history
Yeats তাঁর “Sailing to Byzantium” কবিতায় Byzantium-কে এমন এক প্রতীকী জগৎ হিসেবে দেখিয়েছেন, যেখানে মানবজীবনের ক্ষয়, বার্ধক্য ও মৃত্যুর সীমা অতিক্রম করে শিল্প (art) চিরন্তন ও নিখুঁত রূপে বিরাজ করে। এই প্রতীকের মাধ্যমে কবি বাস্তব জীবনের অস্থায়িত্ব থেকে মুক্তি পেতে চান এক চিরস্থায়ী নান্দনিক জগতে।
-
Byzantium এখানে একটি spiritual ও artistic world-এর প্রতীক, যেখানে সময়ের কোনো প্রভাব নেই।
-
এটি জীবনের decay ও sensual desire থেকে আত্মার মুক্তির ইঙ্গিত বহন করে।
-
কবির লক্ষ্য হলো মানব শরীরের পরিবর্তনশীলতা পেরিয়ে art-এর অমর রূপে আত্মাকে স্থাপন করা।
-
তাই Yeats-এর কাছে Byzantium মানে হলো “Perfection of art beyond time।”
0
Updated: 2 weeks ago
W. B. Yeats is -
Created: 1 month ago
A
British author
B
American author
C
Irish author
D
French author
W. B. Yeats:
-
William Butler Yeats (1865–1939) একজন Irish poet এবং playwright।
-
১৯২৩ সালে তিনি প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
-
তিনি প্রতিষ্ঠা করেন Abbey Theatre (Irish National Theatre Society) এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
-
Yeats একজন Modern period-এর প্রভাবশালী লেখক।
রচিত নাটকসমূহ:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
প্রখ্যাত কবিতাসমূহ:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Resurrection
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
0
Updated: 1 month ago
Which part of the day is not directly mentioned in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Midnight
B
Noon
C
Evening
D
Morning
কবিতায় midnight, noon এবং evening উল্লেখ আছে, কিন্তু সকাল বা morning সরাসরি নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ Yeats দিনের বিশেষ কিছু সময়কে বেছে নিয়েছেন—রাতের নিস্তব্ধতা, দুপুরের দীপ্তি, আর সন্ধ্যার রূপ—যা শান্তি ও ধ্যানমগ্নতার সঙ্গে সম্পর্কিত। morning বাদ দেওয়ার মাধ্যমে তিনি প্রকৃতির মায়াবী দিকগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন।
0
Updated: 1 month ago