A
Midnight
B
Noon
C
Evening
D
Morning
উত্তরের বিবরণ
কবিতায় midnight, noon এবং evening উল্লেখ আছে, কিন্তু সকাল বা morning সরাসরি নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ Yeats দিনের বিশেষ কিছু সময়কে বেছে নিয়েছেন—রাতের নিস্তব্ধতা, দুপুরের দীপ্তি, আর সন্ধ্যার রূপ—যা শান্তি ও ধ্যানমগ্নতার সঙ্গে সম্পর্কিত। morning বাদ দেওয়ার মাধ্যমে তিনি প্রকৃতির মায়াবী দিকগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 11 hours ago
Who of the following writers was not a novelist?
Created: 1 month ago
A
Charles Dickens
B
W.B. Yeats
C
James Joyce
D
Jane Austen
English
Irish writers in english
The Modern Period (1901-1939)
William Butler Yeats (1865-1939)
বিসিএস
• W.B. Yeats কোনো উপন্যাসিক নন
উল্লিখিত অপশনগুলোর মধ্যে W.B. Yeats একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তিনি কখনোই উপন্যাস লিখেননি।
অন্যদিকে, Charles Dickens, James Joyce ও Jane Austen – এই তিনজনই বিখ্যাত ঔপন্যাসিক (novelist) ছিলেন।
W.B. Yeats
W.B. Yeats ছিলেন একজন আইরিশ কবি ও নাট্যকার। অনেকেই তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি (National Poet) হিসেবে গণ্য করেন।
তার লেখাগুলো আয়ারল্যান্ডের সংস্কৃতি, ইতিহাস এবং রাজনীতির প্রভাব বহন করে।
নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা ও আবেগ তার কবিতায় ফুটে উঠেছে।
তিনি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য ১৯২৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাকে প্রথম আইরিশ লেখক হিসেবে এই সম্মান এনে দেয়।
• W.B. Yeats-এর বিখ্যাত কিছু কবিতা
-
No Second Troy
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Sailing to Byzantium
-
The Second Coming
-
Easter 1916
-
The Man Who Dreamed of Fairyland
-
The Stolen Child
-
The Lake Isle of Innisfree
-
September 1913
-
An Irish Airman Foresees His Death
• তার রচিত কিছু জনপ্রিয় নাটক
-
The Countess Cathleen
-
The Hour Glass
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
-
At Hawk's Well
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 month ago
Where does the poet hear the sound of the lake water lapping?
Created: 15 hours ago
A
At Innisfree
B
In his dream
C
While standing on the roadway or pavement
D
While asleep
Yeats বলেছেন তিনি “while I stand on the roadway, or on the pavements grey” তখনও লেকের পানির শব্দ শুনতে পান। এটি দেখায় যে শহরের ব্যস্ত রাস্তার মাঝেও তার মনের ভেতর প্রকৃতির ডাক বেজে ওঠে।
এটি প্রকৃতির সঙ্গে কবির গভীর মানসিক সংযোগ প্রকাশ করে। যদিও তিনি বাস্তবে শহরে আছেন, তবু Innisfree-এর প্রকৃতি তার অন্তরে বেঁচে থাকে।

0
Updated: 15 hours ago
Which poetic form is used in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 11 hours ago
A
Free verse
B
Lyric poetry
C
Ballad
D
Epic
“The Lake Isle of Innisfree” কবিতা হলো একটি Lyric poem, যেখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি ও আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। Lyric কাব্যের মূল বৈশিষ্ট্য হলো আবেগ ও ব্যক্তিগত অভিজ্ঞতা। Yeats তার নিঃসঙ্গতার আকাঙ্ক্ষা, প্রকৃতির শান্তি এবং আত্মশুদ্ধির চিন্তা lyrically প্রকাশ করেছেন।

0
Updated: 11 hours ago