A
২৩টি
B
২২টি
C
২৫টি
D
২৪টি
উত্তরের বিবরণ
আরব লীগ হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি আঞ্চলিক সংস্থা, যা সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক কর্মকান্ডের সমন্বয় এবং বন্ধন দৃঢ় করার লক্ষ্য নিয়ে কাজ করে।
আরব লীগের সম্পর্কিত তথ্য:
-
স্বাক্ষরিত: ৭ অক্টোবর ১৯৪৪
-
গঠিত: ২২ মার্চ ১৯৪৫
-
ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন (মোট ৭টি)
-
সদর দপ্তর: কায়রো, মিশর
-
মোট সদস্য দেশ: ২২টি (সেপ্টেম্বর, ২০২৫)
-
Secretary-General: Mr. Ahmed Aboul Gheit (সেপ্টেম্বর, ২০২৫)
-
অফিসিয়াল ভাষা: আরবি
-
উল্লেখযোগ্য তথ্য: আরব লীগের বাইরে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে ইরান রয়েছে না

0
Updated: 11 hours ago
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 6 days ago
A
বাগদাদ
B
কায়রো
C
জেদ্দা
D
আম্মান
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (আগস্ট, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (আগস্ট, ২০২৫)
তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

0
Updated: 6 days ago