PRSP এর পূর্ণরূপ-
A
Poverty Elimination Strategic Plan
B
Poverty Reduction Strategy Paper
C
Poverty Strategic Document Paper
D
Poverty Strategic Revenue Plan
উত্তরের বিবরণ
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য কমানোর জন্য একটি নীতি এবং পরিকল্পনার দলিল, যা নিম্ন আয়ের দেশগুলো তাদের অভ্যন্তরীণ নীতি ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে প্রণয়ন করে।
তথ্যসমূহ:
-
PRSP এর পূর্ণরূপ হলো Poverty Reduction Strategy Paper।
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন পিআরএসপি (IPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।
0
Updated: 1 month ago
কোন প্রকার সতর্কতা ছাড়াই কোন ধরনের দুর্যোগ সংঘটিত হয়?
Created: 3 weeks ago
A
খরা
B
ভূমিকম্প
C
সুনামি
D
বন্যা
ভূমিকম্প হলো ভূ-পৃষ্ঠে আকস্মিকভাবে সৃষ্ট কম্পন, যা মূলত পৃথিবীর স্তরের বিভিন্ন প্লেটের গতিশীলতার কারণে ঘটে। পৃথিবীর ভূ-ত্বক প্রধানত সাতটি বৃহৎ এবং কিছু ছোট প্লেট দ্বারা গঠিত, যা একে অপরের দিকে ধাক্কা খায়, বিপরীতে সরতে থাকে বা সমান্তরালভাবে সঞ্চালিত হয়। এই সঞ্চালনের ফলে জমে থাকা চাপ হঠাৎভাবে মুক্তি পেলে ভূমিকম্পের কম্পন সৃষ্টি হয়, যা সাধারণত কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়।
• পৃথিবীর ভূ-ত্বক সাতটি বৃহৎ এবং কিছু ছোট প্লেট দ্বারা গঠিত।
• প্লেটসমূহ একে অপরের দিকে ধাক্কা, বিপরীত দিকে সরে যাওয়া বা সমান্তরালভাবে সঞ্চালিত হয়।
• এই সঞ্চালনের ফলে জমে থাকা চাপ হঠাৎ মুক্ত হলে ভূমিকম্পের সৃষ্টি হয়।
• ভূমিকম্প সাধারণত কোনো সতর্কতা ছাড়া ঘটে।
ভৌগোলিক অবস্থান ও ভূ-গাঠনিক কারণে বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ১৯৯৩ সালে দেশকে তিনটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ভাগ করা হয়:
-
মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল: দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত।
-
মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল: দেশের মধ্যাঞ্চল অন্তর্ভুক্ত।
-
কম ঝুঁকিপূর্ণ অঞ্চল: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অন্তর্ভুক্ত।
0
Updated: 3 weeks ago
জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টাগেনা প্রটোকল কত সালে কার্যকর হয়?
Created: 3 weeks ago
A
১১ সেপ্টেম্বর ২০০৩
B
২৯ জানুয়ারি, ২০০০
C
২৯ জানুয়ারি, ২০০২
D
১১ জুন ২০০৪
কার্টাগেনা প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা জৈব নিরাপত্তা সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত। এটি জৈব প্রযুক্তি ও জীববৈচিত্র্য সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
• পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
• এটি একটি জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল, যা জৈব প্রযুক্তি ও জৈববৈচিত্র্য সংরক্ষণের জন্য দিশা নির্ধারণ করে।
• এর মূল উদ্দেশ্য হলো জৈব জ্বালানি ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা।
• প্রটোকলের খসড়া অনুমোদন হয় কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
• স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০।
• কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩।
• চুক্তিতে ১০৩টি দেশ স্বাক্ষরকারী হিসেবে আছে এবং ১৭৩টি দেশ অনুমোদনকারী হিসেবে রয়েছে।
• বাংলাদেশ এই প্রটোকল ২০০০ সালে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে অনুমোদন করে।
0
Updated: 3 weeks ago
'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কোন সনে সংঘটিত হয়?
Created: 4 weeks ago
A
১২৭৬ সনে
B
১৩৭৬ সনে
C
১১৭৬ সনে
D
১১৭০ সনে
ছিয়াত্তরের মন্বন্তর ছিল ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় সংঘটিত এক ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে জনসংখ্যার বিপর্যয় ও উপনিবেশিক শোষণের উদাহরণ হিসেবে স্মরণীয়। এই দুর্ভিক্ষে জনজীবন ও অর্থনৈতিক ব্যবস্থা চরমভাবে ধ্বংসপ্রাপ্ত হয়।
-
১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দে) গ্রীষ্মকালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।
-
এটি ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
-
কোম্পানির মুর্শিদাবাদের প্রতিনিধি রিচার্ড বেচারের ভাষায়, “দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করছে, তা গুজব নয়, অতিসত্য।”
-
এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মারা যায়।
-
ইংরেজ সরকার বাংলার জনগণকে এই বিপর্যয় থেকে রক্ষার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
-
বরং ১৭৬৫-৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাৎসরিক রাজস্ব আদায় দুর্ভিক্ষের সময়ও প্রায় আগের পর্যায়ের সমান ছিল।
-
এর ফলে চরম শোষণ ও নির্যাতনের ফলে বাংলার মানুষ হত দরিদ্র ও অসহায় হয়ে পড়ে।
0
Updated: 4 weeks ago