PRSP এর পূর্ণরূপ-
A
Poverty Elimination Strategic Plan
B
Poverty Reduction Strategy Paper
C
Poverty Strategic Document Paper
D
Poverty Strategic Revenue Plan
উত্তরের বিবরণ
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য কমানোর জন্য একটি নীতি এবং পরিকল্পনার দলিল, যা নিম্ন আয়ের দেশগুলো তাদের অভ্যন্তরীণ নীতি ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে প্রণয়ন করে।
তথ্যসমূহ:
-
PRSP এর পূর্ণরূপ হলো Poverty Reduction Strategy Paper।
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন পিআরএসপি (IPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?
Created: 1 month ago
A
প্রধান বিচারপতি
B
আইনমন্ত্রী
C
প্রধান নির্বাচন কমিশনার
D
অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল হলো দেশের প্রধান আইন কর্মকর্তা, যিনি রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী বিভিন্ন আইনগত দায়িত্ব পালন করেন। সংবিধানের বিভিন্ন ধারায় তার নিয়োগ ও কর্তব্য নির্ধারিত।
-
সংবিধান অনুচ্ছেদ ৬৪(১) অনুযায়ী, সুপ্রীম কোর্টের বিচারক হবার যোগ্য যে কোনও ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিতে পারেন।
-
অনুচ্ছেদ ৬৪(২) অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
-
তিনি দেশের প্রধান আইন কর্মকর্তা।
-
১৬তম অ্যাটর্নি জেনারেল: জনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
-
১৭তম অ্যাটর্নি জেনারেল: জনাব মোঃ আসাদুজ্জামান [আগস্ট, ২০২৫]।
উল্লেখযোগ্য তথ্য:
-
দেশের বর্তমান প্রধান বিচারপতি: বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ [আগস্ট, ২০২৫]।
-
দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার: এম. নাসির উদ্দিন।
উৎস:
0
Updated: 1 month ago
বক্সারের যুদ্ধ কোথায় সংঘটিত হয়?
Created: 4 weeks ago
A
ঝাড়খন্ড
B
বিহার
C
লখনৌ
D
উড়িষ্যা
বক্সারের যুদ্ধ ছিল ১৭৬৪ সালে বিহারে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ যুদ্ধে যা ভারতীয় উপনিবেশিক ইতিহাসে निर्णায়ক প্রভাব ফেলেছিল। এই যুদ্ধে বিজয়ী ইংরেজরা বাংলার উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে।
-
বক্সারের যুদ্ধ সংঘটিত হয় বিহারে।
-
১৭৬৪ সালের ২২ অক্টোবর বক্সার স্থানে এই যুদ্ধ হয়, যেখানে ইংরেজরা জয়লাভ করে।
-
যুদ্ধের পর বাদশাহ দ্বিতীয় শাহ আলম পুনরায় ইংরেজ শিবিরে আশ্রয় নেন, সুজাউদ্দৌলা রোহিলাখন্ডে পালিয়ে যান, এবং অযোধ্যা ইংরেজ বাহিনীর পদানত হয়।
-
মীর কাসিম নিরুদ্দেশ হন এবং এরপর তাঁর সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
-
বক্সার যুদ্ধ ছিল একটি চূড়ান্ত যুদ্ধ, যার ফলে বাংলা ইংরেজ কোম্পানির শাসনের অধীনে আবদ্ধ হয়।
0
Updated: 4 weeks ago
Which instrument is used to measure sea depth?
Created: 1 month ago
A
Manometer
B
Barometer
C
Seismograph
D
Fadometer
পরিমাপক যন্ত্রগুলো বিভিন্ন প্রাকৃতিক এবং পদার্থগত মাত্রা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
-
দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র: ল্যাকটোমিটার
-
সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র: ফ্যাদোমিটার
-
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র: সিসমোগ্রাফ
-
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র: রিখটার স্কেল
-
বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র: ব্যারোমিটার
-
গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র: ম্যানোমিটার
-
আর্দ্রতা পরিমাপের যন্ত্র: হাইগ্রোমিটার
-
উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র: পাইরোমিটার
-
তাপমাত্রা মাপার যন্ত্র: থার্মোমিটার
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago