’দি আগলি এশিয়ান’ উন্যাসের রচয়িতা কে?

A

হুমায়ূন আহমেদ

B

সৈয়দ আলী আহসান

C

শওকত ওসমান

D

সৈয়দ ওয়ালীউল্লাহ্

উত্তরের বিবরণ

img

 • ‘দি আগলি এশিয়ান’ উপন্যাস:

-  ‘দি আগলি এশিয়ান’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি উপন্যাস।

- এ উপন্যাসে পূর্ববঙ্গের রাজধানী শহরকে (নাম নেয়া হয়নি) কেন্দ্র করে রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ, সেনাবাহিনীকে দিয়ে সামরিক আইন জারি, সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার খর্ব করা, দেশে সাম্যবাদী উত্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত করা ইত্যাদি প্রধান হয়ে উঠেছে।

- সামরিক আইন জারি করিয়ে সেনাবাহিনী দিয়ে বা নিজেদের সমর্থনপুষ্ট পুঁজিবাদীদের কাজে লাগিয়ে মার্কিন দেশ তখন এশিয়ার প্রতিটি দেশেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল।

- এশিয়ার এই কদর্য রূপকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ এই উপন্যাসে তুলে ধরেছেন।


• সৈয়দ ওয়ালীউল্লাহ:

- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।

- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।

- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।

- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।

- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।


• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:

- চাঁদের অমাবস্যা,

- কাঁদো নদী কাঁদো।

- দি আগলি এশিয়ান।


• তাঁর রচিত গল্পগ্রন্থ:

- নয়নচারা,

- দুই তীর ও অন্যান্য গল্প।


• তাঁর রচিত নাটক:

- বহিপীর,

- তরঙ্গভঙ্গ,

- সুরঙ্গ,

- উজানে মৃত্যু।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

'জয়গুন' কোন রচনার চরিত্র?


Created: 1 month ago

A

সারেং বৌ


B

পদ্মার পলিদ্বীপ


C

সূর্য-দীঘল বাড়ী


D

পুতুল নাচের ইতিকথা


Unfavorite

0

Updated: 1 month ago

"আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।" পঙ্‌ক্তিটির লেখক কে?


Created: 1 month ago

A

রবীন্দ্রনাথ ঠাকুর

B

কাজী নজরুল ইসলাম

C

সুধীন্দ্রনাথ দত্ত


D

সুকান্ত ভট্টাচার্য

Unfavorite

0

Updated: 1 month ago

 'লিপিমালা' গ্রন্থের রচয়িতা কে?

Created: 1 month ago

A

রামরাম বসু

B

উইলিয়াম কেরি

C

গোলোকনাথ শর্মা

D

গোলোকনাথ শর্মা

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD