’দি আগলি এশিয়ান’ উন্যাসের রচয়িতা কে?
A
হুমায়ূন আহমেদ
B
সৈয়দ আলী আহসান
C
শওকত ওসমান
D
সৈয়দ ওয়ালীউল্লাহ্
উত্তরের বিবরণ
• ‘দি আগলি এশিয়ান’ উপন্যাস:
- ‘দি আগলি এশিয়ান’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি উপন্যাস।
- এ উপন্যাসে পূর্ববঙ্গের রাজধানী শহরকে (নাম নেয়া হয়নি) কেন্দ্র করে রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ, সেনাবাহিনীকে দিয়ে সামরিক আইন জারি, সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার খর্ব করা, দেশে সাম্যবাদী উত্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত করা ইত্যাদি প্রধান হয়ে উঠেছে।
- সামরিক আইন জারি করিয়ে সেনাবাহিনী দিয়ে বা নিজেদের সমর্থনপুষ্ট পুঁজিবাদীদের কাজে লাগিয়ে মার্কিন দেশ তখন এশিয়ার প্রতিটি দেশেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল।
- এশিয়ার এই কদর্য রূপকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ এই উপন্যাসে তুলে ধরেছেন।
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।
• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুরঙ্গ,
- উজানে মৃত্যু।
0
Updated: 1 month ago
'আয়না বিবি' উপাখ্যানটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
ডাক ও খনার বচন
B
মৈমনসিংহ গীতিকা
C
মর্সিয়া সাহিত্য
D
পূর্ববঙ্গ গীতিকা
পূর্ববাংলার লোকসাহিত্যের অন্তর্গত 'পূর্ববঙ্গ-গীতিকা' একটি গুরুত্বপূর্ণ সংকলন, যা মুখে মুখে প্রচলিত পালাগুলিকে সমৃদ্ধ করেছে।
পূর্ববঙ্গ-গীতিকা:
-
এটি পূর্ববাংলার লোকসাহিত্যের সংকলন, যেখানে মুখে মুখে রচিত ও সমাজে প্রচলিত পালাগুলি সংরক্ষিত।
-
পালাগুলি সংগৃহীত হয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে।
-
প্রধান সংগ্রাহকরা:
-
চন্দ্রকুমার দে
-
দীনেশচন্দ্র সেন
-
আশুতোষ চৌধুরী
-
জসীম উদ্দীন
-
নগেন্দ্রচন্দ্র দে
-
রজনীকান্ত ভদ্র
-
বিহারীলাল রায়
-
বিজয়নারায়ণ আচার্য
-
-
সংগৃহীত পালাগুলির সংখ্যা পঞ্চাশের অধিক।
-
১৯১৩ সালে চন্দ্রকুমার দে প্রথম এ ধরনের লোকগাথা প্রকাশ করেন। দীনেশচন্দ্র সেন এগুলো পড়ে আকৃষ্ট হন এবং চন্দ্রকুমারের সঙ্গে সাক্ষাৎ করে, পল্লী অঞ্চলের কৃষকদের কাছ থেকে আরও কিছু গাথা সংগ্রহ করে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থসাহায্যে 'পূর্ববঙ্গ-গীতিকা' নামে সেগুলো প্রকাশ করেন।
উপাখ্যানের উদাহরণ:
-
নিজাম ডাকাতের পালা
-
কাফন চোরা
-
চৌধুরীর লড়াই
-
আয়না বিবি
-
ভেলুয়া
0
Updated: 1 month ago
কোন নাট্যকার বাংলা নাটকে ‘অ্যাবসার্ডধারা’র প্রবর্তন করেন?
Created: 1 month ago
A
মুনীর চৌধুরী
B
নূরুল মোমেন
C
সাঈদ আহমদ
D
বিজন ভট্টাচার্য
সাঈদ আহমদ বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান নাট্যকার। ১৯৫৪ সালে লন্ডনে স্যামুয়েল ব্যাকেটের নাটক দেখে তিনি অ্যাবসার্ডধর্মী নাটকের প্রতি আকৃষ্ট হন এবং বাংলায় এই ধরনের নাটকের প্রচলন করেন।
১৯৭৫ সালে তিনি অ্যাবসার্ডধারার বাইরে এসে দেশের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে নাটক রচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘প্রতিদিন একদিন’।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
কালবেলা
-
মাইলপোস্ট
-
তৃষ্ণায়
-
প্রতিদিন একদিন
-
শেষ নবাব
উৎস:
0
Updated: 1 month ago
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
রাজসিংহ
B
দুর্গেশনন্দিনী
C
কৃষ্ণকান্তের উইল
D
কপালকুণ্ডলা
দুর্গেশনন্দিনী
-
রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যে গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে
-
পেশা: ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের প্রধান পুরুষ
-
বাংলা উপন্যাসে অবদান: ‘রাজমোহনস ওয়াইফ’ (ইংরেজিতে) থেকে শুরু করে বাংলা সাহিত্যে উপন্যাস ধারার প্রবর্তক
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
-
0
Updated: 2 months ago