শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
A
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
B
নিরঞ্জনের পৃথিবী
C
তোমাকে অভিবাদন প্রিয়তমা
D
চৈত্রের ভালোবাসা
উত্তরের বিবরণ
• শহীদ কাদরী:
- স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
- কলকাতার পার্কস্ট্রিটে ১৯৪২ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- মৃত্যুর পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- উত্তরাধিকার।
- তোমাকে অভিবাদন প্রিয়তমা।
- কোথাও কোন ক্রন্দন নেই।
- আমার চুম্বনগুলো পৌছে দাও।
অন্যদিকে,
• নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- চৈত্রের ভালোবাসা,
- নিরঞ্জনের পৃথিবী,
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক -
Created: 2 months ago
A
বিবিধপ্রসঙ্গ
B
ভিখারিণী
C
বাল্মীকি প্রতিভা
D
বউ ঠাকুরাণীর হাট
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য ও নাটক
নাটক
-
প্রথম প্রকাশিত নাটক: বাল্মীকি প্রতিভা
-
প্রকাশিত: ১৮৮১
-
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
বিসর্জন
-
রাজা
-
ডাকঘর
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
রক্তকবরী
-
তাসের দেশ
-
অন্যান্য প্রথম প্রকাশিত রচনা
-
প্রথম উপন্যাস: বউ ঠাকুরাণীর হাট
-
প্রথম ছোটগল্প: ভিখারিণী
-
প্রথম প্রবন্ধগ্রন্থ: বিবিধপ্রসঙ্গ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'মৈমনসিংহ গীতিকা' সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯১৯ সালে
B
১৯২১ সালে
C
১৯২৩ সালে
D
১৯২৬ সালে
• মৈমনসিংহ গীতিকা:
-
এটি বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে।
-
এ পালাগানগুলো সম্পাদনা করে 'মৈমনসিংহ গীতিকা' ১৯২৩ সালে গ্রন্থাকারে প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন।
-
গ্রন্থটি বিষয়মাহাত্ম্য ও শিল্পগুণে শিক্ষিত মানুষেরও মন জয় করে।
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 1 month ago
যাযাবর’ কোন লেখকের ছদ্মনাম?
Created: 1 month ago
A
বিমল ঘোষ
B
বালাইচাঁদ মুখোপাধ্যায়
C
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
D
বিমল মিত্র
বাংলা সাহিত্যে অনেক লেখক ছদ্মনাম ব্যবহার করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – ছদ্মনাম: যাযাবর
-
বিমল ঘোষ – ছদ্মনাম: মৌমাছি
-
বালাইচাঁদ মুখোপাধ্যায় – ছদ্মনাম: বনফুল
-
বিমল মিত্র – ছদ্মনাম: জাবালি
আরও কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – হাবু শর্মা
-
সমরেশ বসু – কালকূট
-
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত
-
অচিন্ত্যকুমার সেনগুপ্ত – নীহারিকা দেবী
উৎস:
0
Updated: 1 month ago