A
বদরুদ্দীন উমর
B
সেলিম আল দীন
C
আহমদ শরীফ
D
প্রমথ চৌধুরী
উত্তরের বিবরণ
‘নিগ্রো সাহিত্য’ সেলিম আল দীন রচিত একটি প্রবন্ধ, যা আমেরিকার কালো মানুষদের জীবন ও সাহিত্যকে কেন্দ্র করে লেখা। এটি তাঁর প্রথম বাংলা প্রবন্ধ এবং ১৯৬৮ সালে কবি আহসান হাবিব সম্পাদিত দৈনিক পাকিস্তান পত্রিকার সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়।
সেলিম আল দীন আধুনিক বাংলা নাটকের অন্যতম প্রধান নাট্যকার হিসেবে খ্যাত। তাঁর প্রকৃত নাম ছিল মইনুদ্দিন আহমেদ। তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনি জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে তাঁর প্রথম রেডিও নাটক বিপরীত তমসায় প্রচারিত হয় এবং ১৯৭০ সালে আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় তাঁর প্রথম টেলিভিশন নাটক লিব্রিয়াম (পরবর্তীতে ঘুম নেই) সম্প্রচারিত হয়।
১৯৮১–৮২ সালে নাট্য-নির্দেশক নাসির উদ্দিন ইউসুফের সাথে তিনি বাংলাদেশ গ্রাম থিয়েটার গঠন করেন, যার মাধ্যমে তিনি বাংলাদেশের নাট্যশিল্পকে বিশ্বনাট্য ধারার সাথে সমাসীন করার প্রচেষ্টা চালান। ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করে তিনি এর প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর রচনায় বাংলাদেশের শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তাদের সংস্কৃতি মহাকাব্যিক ব্যাপ্তি পেয়েছে। তিনি ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য নাট্যগ্রন্থ
-
সর্প বিষয়ক গল্প ও অন্যান্য
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
কীর্তন খোলা
-
হাতহদাই
-
জুলান
-
শকুন্তলা
-
মুনতাসীর ফ্যান্টাসি
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
চাকা
-
যৈবতী কন্যার মন
-
হরগজ
-
নিমজ্জন

0
Updated: 11 hours ago
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
Created: 4 days ago
A
বাল্মীকি
B
তিলোত্তমাসম্ভব কাব্য
C
মহাশ্মশান
D
মেঘনাদবধ কাব্য
মেঘনাদবধ কাব্য মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য। এটি মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য। সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে ১৮৬১ সালের জুন মাসে তিনি এটি রচনা করেন। ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে মধুসূদন দত্ত রাবণকে নায়ক ও রামকে খলনায়ক রূপে উপস্থাপন করেন। নয় সর্গে রচিত এই মহাকাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে। প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা প্রমুখ। সর্গসমূহ: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। অন্য তথ্য: কায়কোবাদের মহাকাব্য: মহাশ্মশান। সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছেন বাল্মীকি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 4 days ago
ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠার কাহিনি উল্লেখ রয়েছে কোন উপন্যাসে?
Created: 6 days ago
A
নিকেতন
B
আরোগ্য
C
কালিন্দী
D
কবি
‘কবি’ উপন্যাস
-
রচয়িতা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
এটি একটি সামাজিক উপন্যাস, যা বাংলাভাষার আলোচিত কাহিনিগুলোর মধ্যে অন্যতম।
-
কাহিনী কেন্দ্র করে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে আত্মপ্রকাশ এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরোগ্য
-
নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago
কোন কবির রচনা ধারাকে অনুসরণ করে জ্ঞানদাস পদ রচনা করতেন?
Created: 5 days ago
A
গোবিন্দদাস
B
চণ্ডীদাস
C
শ্রীচৈতন্যদেব
D
দ্বীজ বংশীদাস
• জ্ঞানদাস:
-
চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
বৈষ্ণব সাধকদের মধ্যেও বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
-
প্রথম ‘ষোড়শ-গোপাল’-এর রূপ বর্ণনা করে পদ রচনা করেছেন।
-
বাংলা এবং ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২০০ (মতান্তরে ৪০০) পদ রচনা করেছেন।
-
রচিত গ্রন্থ: মাথুর ও মুরলীশিক্ষা।
-
পদরচনায় বিদ্যাপতি ও চণ্ডীদাসকে অনুসরণ করলেও নিজের সরল সুরে রচনা করেছেন।
-
প্রধান বিষয়: প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা; বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া

0
Updated: 5 days ago