’তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন’ কাব্যগ্রন্থের লেখক কে?
A
শহীদ কাদরী
B
শামসুর রাহমান
C
হাসান হাফিজুর রহমান
D
হেলাল হাফিজ
উত্তরের বিবরণ
**শামসুর রাহমান** বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত। ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা **‘উনিশ শ’ উনপঞ্চাশ’** প্রকাশিত হয় নলিনীকিশোর গুহ সম্পাদিত *সোনার বাংলা* পত্রিকায়। তিনি ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন ইংরেজি দৈনিক *মর্নিং নিউজ*-এর সহসম্পাদক হিসেবে। তাঁর অত্যন্ত জনপ্রিয় কবিতা হলো **‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’**। মুক্তিযুদ্ধকালীন লেখা কবিতাগুচ্ছ মুক্তিযুদ্ধ শেষে কলকাতা থেকে প্রকাশিত হয় **‘বন্দী শিবির থেকে’** নামে।
**শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ**
* বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
* প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
* রৌদ্র করোটিতে
* বিধ্বস্ত নীলিমা
* নিরালোকে দিব্যরথ
* নিজ বাসভূমে
* বন্দী শিবির থেকে
* ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
* আমি অনাহারী
* প্রতিদিন ঘরহীন ঘরে
* উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
* বুক তার বাংলাদেশের হৃদয়
* হরিণের হাড়
* তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন
**শামসুর রাহমান রচিত উপন্যাস**
* অক্টোপাস
* অদ্ভুত আঁধার এক
* নিয়ত মন্তাজ
* এলো সে অবেলায়
0
Updated: 1 month ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
Created: 2 months ago
A
প্রবোধচন্দ্রিকা
B
রাজাবলী
C
বেদান্তচন্দ্রিকা
D
বত্রিশ সিংহাসন
বত্রিশ সিংহাসন
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ।
এটি একটি কাহিনি সংকলন (অনুবাদিত), প্রকাশকাল ১৮০২।
বাংলা গদ্যের আদিপর্বে এর বিশেষ স্থান রয়েছে।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
তিনি সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক।
উইলিয়াম কেরির সুপারিশে ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত হন।
তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পণ্ডিত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সর্বাধিক গ্রন্থের রচয়িতা ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
বত্রিশ সিংহাসন
রাজাবলী
হিতোপদেশ
বেদান্তচন্দ্রিকা
প্রবোধচন্দ্রিকা ইত্যাদি।
0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
Created: 1 month ago
A
রিমেহের নেগার
B
কাণ্ডারী হুশিয়ার
C
রাক্ষুসী
D
বাউন্ডেলের আত্মকাহিনী
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাতি অর্জন করেন। নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
নজরুল তাঁর সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সমাদৃত। নজরুল ২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য
-
প্রথম প্রকাশিত গল্প: বাউণ্ডেলের আত্মকাহিনী, যা ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
-
গল্পগ্রন্থসমূহ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
উৎস:
0
Updated: 1 month ago
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম—
Created: 1 month ago
A
কালকূট
B
সুনন্দ
C
জাবালি
D
চিত্রগুপ্ত
• নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম — সুনন্দ।
অন্যদিকে,
- সমরেশ বসুর ছদ্মনাম- কালকূট ও ভ্রমর।
- বিমল মিত্রের ছদ্মনাম- জাবালি।
- সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম- চিত্রগুপ্ত।
0
Updated: 1 month ago