’তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন’ কাব্যগ্রন্থের লেখক কে?
A
শহীদ কাদরী
B
শামসুর রাহমান
C
হাসান হাফিজুর রহমান
D
হেলাল হাফিজ
উত্তরের বিবরণ
**শামসুর রাহমান** বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত। ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা **‘উনিশ শ’ উনপঞ্চাশ’** প্রকাশিত হয় নলিনীকিশোর গুহ সম্পাদিত *সোনার বাংলা* পত্রিকায়। তিনি ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন ইংরেজি দৈনিক *মর্নিং নিউজ*-এর সহসম্পাদক হিসেবে। তাঁর অত্যন্ত জনপ্রিয় কবিতা হলো **‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’**। মুক্তিযুদ্ধকালীন লেখা কবিতাগুচ্ছ মুক্তিযুদ্ধ শেষে কলকাতা থেকে প্রকাশিত হয় **‘বন্দী শিবির থেকে’** নামে।
**শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ**
* বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
* প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
* রৌদ্র করোটিতে
* বিধ্বস্ত নীলিমা
* নিরালোকে দিব্যরথ
* নিজ বাসভূমে
* বন্দী শিবির থেকে
* ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
* আমি অনাহারী
* প্রতিদিন ঘরহীন ঘরে
* উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
* বুক তার বাংলাদেশের হৃদয়
* হরিণের হাড়
* তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন
**শামসুর রাহমান রচিত উপন্যাস**
* অক্টোপাস
* অদ্ভুত আঁধার এক
* নিয়ত মন্তাজ
* এলো সে অবেলায়
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।"- পঙ্ক্তিটির রচয়িতা কে?
Created: 2 months ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুকান্ত ভট্টাচার্য
D
কাজী নজরুল ইসলাম
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
’তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’- কবিতার লেখক কে?
Created: 3 months ago
A
শামসুর রাহমান
B
শহীদ কাদরী
C
হাসান হাফিজুর রহমান
D
হুমায়ুন আজাদ
হে স্বাধীনতা (শামসুর রাহমান)।
- তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
- তোমাকে পাওয়ার জন্যে
- আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
- আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
- তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
----------------------------------------
• শামসুর রাহমান:
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।
- ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
- শামসুর রাহমান ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এর সহসম্পাদক হিসেবে।
- তাঁর অত্যন্ত জনপ্রিয় কবিতা ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’।
- যুদ্ধকালীন লেখা কবিতাগুচ্ছ মুক্তিযুদ্ধ শেষে ‘বন্দী শিবির থেকে’ নামে কলকাতা থেকে প্রকাশিত হয়।
• শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।
• শামসুর রাহমান রচিত উপন্যাস:
- অক্টোপাস।
- অদ্ভুত আঁধার এক।
- নিয়ত মন্তাজ।
- এলো সে অবেলায়।
উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
'নীলদর্পণ' নাটক প্রথম মঞ্চস্থ হয় -
Created: 2 months ago
A
চট্টগ্রামে
B
কলকাতায়
C
ঢাকায়
D
রংপুরে
‘নীলদর্পণ’ (নাটক)
রচয়িতা: দীনবন্ধু মিত্র।
প্রথম ও শ্রেষ্ঠ নাটক; বাংলা সাহিত্যের একটি বিখ্যাত নাটক।
প্রকাশকাল: ১৮৬০, ঢাকা থেকে (প্রথম প্রকাশিত নাটক এবং প্রথম মঞ্চস্থ নাটক ঢাকাতেই)।
বিষয়বস্তু: নীলকরদের অত্যাচার।
ইংরেজি অনুবাদ:
অনুবাদক: মাইকেল মধুসূদন দত্ত।
ছদ্মনাম: A Native।
নাম: Nil Darpan or The Indigo Planting Mirror (১৮৬১)।
প্রতিক্রিয়া:
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাটকটি দেখে মঞ্চে জুতো ছুড়ে মেরেছিলেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটিকে Uncle Tom’s Cabin এর সাথে তুলনা করেন।
দীনবন্ধু মিত্র
জন্ম: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে, এক দরিদ্র পরিবারে।
পিতৃদত্ত নাম: গন্ধর্বনারায়ণ।
মৃত্যু: ১ নভেম্বর ১৮৭৩, অকাল মৃত্যু।
শ্রেষ্ঠ রচনা: নীলদর্পণ।
দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক
নীলদর্পণ
নবীন তপস্বিনী
কমলে কামিনী
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago