A
শহীদ কাদরী
B
শামসুর রাহমান
C
হাসান হাফিজুর রহমান
D
হেলাল হাফিজ
উত্তরের বিবরণ
**শামসুর রাহমান** বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত। ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা **‘উনিশ শ’ উনপঞ্চাশ’** প্রকাশিত হয় নলিনীকিশোর গুহ সম্পাদিত *সোনার বাংলা* পত্রিকায়। তিনি ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন ইংরেজি দৈনিক *মর্নিং নিউজ*-এর সহসম্পাদক হিসেবে। তাঁর অত্যন্ত জনপ্রিয় কবিতা হলো **‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’**। মুক্তিযুদ্ধকালীন লেখা কবিতাগুচ্ছ মুক্তিযুদ্ধ শেষে কলকাতা থেকে প্রকাশিত হয় **‘বন্দী শিবির থেকে’** নামে।
**শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ**
* বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
* প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
* রৌদ্র করোটিতে
* বিধ্বস্ত নীলিমা
* নিরালোকে দিব্যরথ
* নিজ বাসভূমে
* বন্দী শিবির থেকে
* ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
* আমি অনাহারী
* প্রতিদিন ঘরহীন ঘরে
* উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
* বুক তার বাংলাদেশের হৃদয়
* হরিণের হাড়
* তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন
**শামসুর রাহমান রচিত উপন্যাস**
* অক্টোপাস
* অদ্ভুত আঁধার এক
* নিয়ত মন্তাজ
* এলো সে অবেলায়

0
Updated: 11 hours ago
আবু জাফর শামসুদ্দীনের সম্পাদনায় কোন পত্রিকাটি প্রকাশিত হয়?
Created: 2 weeks ago
A
নয়া সড়ক
B
ক্রান্তি
C
কণ্ঠস্বর
D
অগত্যা
'নয়া সড়ক' পত্রিকা
-
ধরণ: বার্ষিক সাহিত্যপত্র
-
প্রকাশের সাল: ১৯৪৮
-
প্রথম সম্পাদক: আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলি
-
বিশেষত্ব:
-
১৯৪৭ সালের ভারত ভাগের পর স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র হিসেবে বিবেচিত।
-
মূলত মুসলিম লেখকদের লেখা প্রকাশিত হত।
-
আজ ‘দুষ্প্রাপ্য’ হিসেবে বাংলা একাডেমীতে সংরক্ষিত।
-
-
নামকরণের তাৎপর্য: নতুনের দিকে যাত্রার প্রত্যাশা প্রকাশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 weeks ago
'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই' - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেয়া?
Created: 3 weeks ago
A
কাবুলিওয়ালা
B
পোস্টমাস্টার
C
নষ্টনীড়
D
জীবিত ও মৃত
‘জীবিত ও মৃত’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
রচনাকাল: ১৮৯২ খ্রি.
-
বাংলা ছোটগল্প; রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
-
অন্তর্ভুক্ত: ‘গল্পগুচ্ছ’।
-
বৈশিষ্ট্য:
-
অতিপ্রাকৃত গল্প ও ব্যঙ্গাত্মক উপমার মিশ্রণ।
-
যদিও এটি নিখুঁত অতিপ্রাকৃত গল্প নয়।
-
-
প্রধান চরিত্র: কাদম্বিনী।
-
কাদম্বিনীর অস্তিত্ব অতিপ্রাকৃতভাবে চিত্রিত।
-
জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে থাকার রহস্যই গল্পের মূল বিষয়।
-
-
উল্লেখযোগ্য উক্তি:
“কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।”

0
Updated: 3 weeks ago
‘লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।’ - উক্তিটির রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
বদরুদ্দীন উমর
B
মোতাহের হোসেন চৌধুরী
C
আব্দুল্লাহ আল মামুন
D
কাজী মোতাহের হোসেন
✦ শিক্ষা ও মনুষ্যত্ব (প্রবন্ধ)
-
উৎস: সংস্কৃতি কথা (১৯৫৮) প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত।
-
প্রবন্ধের বিখ্যাত উক্তি: “লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।”
-
মূল ভাব:
-
শিক্ষা শুধু বাহ্যিক সাজসজ্জা নয়।
-
লেখক শিক্ষার ব্যক্তিগত উন্নতি এবং সামগ্রিক সামাজিক সুফল প্রত্যাশা করেছেন।
-
✦ মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩–১৯৫৭)
-
জন্ম: নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
-
পরিচয়: শিক্ষাবিদ, লেখক, প্রবন্ধকার।
-
বৈশিষ্ট্য:
-
তাঁর গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর প্রভাব, আর মননে রবীন্দ্রনাথের প্রভাব।
-
তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন-এর সঙ্গে যুক্ত ছিলেন।
-
মুক্তবুদ্ধিচর্চা, উদার মানবতাবাদ ও মননশীল প্রবন্ধরচনার জন্য বিশেষ খ্যাতি।
-
-
প্রধান প্রবন্ধগ্রন্থ: সংস্কৃতি কথা।
-
ভাবানুবাদ গ্রন্থ:
-
সুখ → Bertrand Russell এর The Conquest of Happiness।
-
সভ্যতা → Clive Bell এর Civilization।
-
✦ নির্বাচিত প্রবন্ধসমূহ
-
আমাদের দৈন্য
-
আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
-
মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা

0
Updated: 2 weeks ago