A
পরিণীতা
B
বিলাসী
C
চন্দ্রনাথ
D
গৃহদাহ
উত্তরের বিবরণ
বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প। এ গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচারণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে। বিলাসী গল্পের ‘ন্যাড়া’ চরিত্রের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর নিজের ছায়াপাত ঘটিয়েছেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত তথ্য
-
তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির।
-
তিনি ‘মন্দির’ গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
তাঁর রাজনৈতিক উপন্যাস পথের দাবী (১৯২৬) ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প
-
মহেশ
-
বিলাসী
-
সতী
-
মামলার ফল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়

0
Updated: 11 hours ago
কাজী নজরুল ইসলাম রচিত ‘কুহেলিকা’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Created: 7 hours ago
A
ভারতী
B
নওরোজ
C
বিজলী
D
সাপ্তাহিক সংবাদ
‘কুহেলিকা’ উপন্যাসটি নওরোজ পত্রিকায় প্রকাশিত হয়।
‘কুহেলিকা’ উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত এই উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে ‘নওরোজ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- এটি রাজনৈতিক উপন্যাস, যার রাজনৈতিক প্রসঙ্গ অত্যন্ত বড় ক্যানভাসে তুলে ধরা হয়েছে।
উপন্যাসের বিখ্যাত উক্তি:
"ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।"
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
- জাহাঙ্গীর (নায়ক),
- তাহমিনা,
- চম্পা,
- ফিরদৌস বেগম।

0
Updated: 7 hours ago
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
Created: 3 weeks ago
A
রাজসিংহ
B
দুর্গেশনন্দিনী
C
কৃষ্ণকান্তের উইল
D
কপালকুণ্ডলা
দুর্গেশনন্দিনী
-
রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যে গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে
-
পেশা: ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের প্রধান পুরুষ
-
বাংলা উপন্যাসে অবদান: ‘রাজমোহনস ওয়াইফ’ (ইংরেজিতে) থেকে শুরু করে বাংলা সাহিত্যে উপন্যাস ধারার প্রবর্তক
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
-

0
Updated: 3 weeks ago
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
Created: 8 hours ago
A
মৃত্যুক্ষুধা
B
বাঁধন-হারা
C
কুহেলিকা
D
পরিণীতা
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হচ্ছে বাঁধন-হারা।
বাঁধন-হারা:
- ‘বাঁধন-হারা’ কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- নজরুল করাচীতে অবস্থানকালে উপন্যাসটির রচনা শুরু করেন।
- এটি প্রথমে ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা এবং অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র হলো রবিউল, রাবেয়া, সোফিয়া, মাহবুবা প্রমুখ।
কাজী নজরুল ইসলাম:
- বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি জন্মগ্রহণ করেন ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যে তিনি পরিচিত ‘বিদ্রোহী কবি’ নামে।
কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

0
Updated: 8 hours ago