A
১৯৯১ সালে
B
১৯৯৩ সালে
C
১৯৯৬ সালে
D
১৯৮৯ সালে
উত্তরের বিবরণ
মূল্য সংযোজন কর (Value Added Tax, VAT)
মূল্য সংযোজন কর হলো এমন একটি পরোক্ষ কর, যা কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর আরোপিত হয়।
প্রধান বৈশিষ্ট্য ও তথ্য:
-
বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
-
সকল পণ্য ও সেবার ওপর ১৫% হার দিয়ে মূল্য সংযোজন কর আরোপিত হয়।
-
আমদানি ও সরবরাহের ক্ষেত্রে করের হার ১৫%।
-
পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা করদাতা হিসেবে দায়ী থাকে।
-
রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন করের হার ০%, অর্থাৎ রপ্তানিমুখী পণ্যে কর আরোপিত হয় না।

0
Updated: 11 hours ago
Which is an effective measure to control inflation?
Created: 2 weeks ago
A
Indirect policy
B
Direct policy
C
Fiscal policy
D
Privet policy
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির ভূমিকা
-
দেশে মূল্যস্ফীতি দেখা দিলে রাজস্ব নীতির মাধ্যমে তা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা যায়।
-
এ ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়, যেমন: কর বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস, ঋণ গ্রহণ, বাধ্যতামূলক সঞ্চয় ইত্যাদি।
-
মূলত মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করাই রাজস্ব নীতির একটি প্রধান উদ্দেশ্য।
-
মূল্যস্তরের স্থিতিশীলতা বলতে বোঝায় এমন একটি অর্থনৈতিক পরিস্থিতি যা মূল্যস্ফীতি ও মুদ্রাসংকোচন মুক্ত।
-
অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য গৃহীত রাজস্ব নীতিকে চক্রবিরোধী রাজস্ব নীতি বলা হয়।
-
এর অর্থ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং মন্দা থেকে অর্থনীতিকে মুক্ত করা, ফলে মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় থাকে।
-
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago