A
নাইরোবি
B
মন্ট্রিল
C
রোম
D
জেনেভা
উত্তরের বিবরণ
জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP)
জাতিসংঘের পরিবেশ কর্মসূচী বা UNEP (United Nations Environment Programme) ৫ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়ায়। UNEP-এর সর্বোচ্চ সম্মাননা হলো ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’, যা ২০০৪ সাল থেকে প্রদান করা হচ্ছে। ২০১৫ সালে বাংলাদেশ এই পুরস্কারটি ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগরিতে লাভ করে।
UNEP-এর প্রধান কার্যক্রম:
-
বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব প্রদান করা
-
জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা
-
বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা
-
পরিবেশ বিষয়ক গবেষণা, তথ্য এবং রিপোর্ট প্রকাশ করা
-
“World Environment Day” বা বিশ্ব পরিবেশ দিবস আয়োজন করা, প্রতি বছর ৫ জুন

0
Updated: 11 hours ago