By no means
-
English Meaning: not at all / certainly not
-
Bangla Meaning: কোনোভাবেই না
-
Example Sentence: The outcome is by no means guaranteed.
-
-
Other options:
-
By hook or by crook
-
English Meaning: by any possible means
-
Bangla Meaning: সম্ভব যেকোনো উপায়ে
-
Example Sentence: I decided I was going to get that job by hook or by crook.
-
-
By nature
-
English Meaning: essentially or innately
-
Bangla Meaning: স্বভাবতঃ বা সহজাত
-
Example Sentence: Zico is by nature a kind man.
-
-
By order
-
English Meaning: according to directions given by the proper authority
-
Bangla Meaning: কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী
-
Example Sentence: He was released from prison by order of the court.
-
-
Choose the correct meaning of the phrase "adjourned to":
His promotion is adjourned to next year.
Edit
A
Brought forward
B
Cancelled permanently
C
Delayed or postponed
D
Approved quickly
উত্তরের বিবরণ
Adjourned to বলতে বোঝায় কোনো কাজ বা কার্যক্রমকে সাময়িকভাবে বন্ধ রাখা বা একটি নির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া। এটি কোনো কিছু স্থায়ীভাবে বাতিল করে না, বরং একটি পরবর্তী সময়ে পুনরায় শুরু করার উদ্দেশ্যে স্থগিত করে।
-
Adjourned to
-
Bangla Meaning: মুলতবি করা / পিছিয়ে দেওয়া
-
English Meaning (Cambridge): To stop something temporarily or postpone it to a later time or date
-
Example: His promotion is adjourned to next year অর্থাৎ তার পদোন্নতি আগামী বছরে পিছিয়ে দেওয়া হয়েছে
-
অন্য বিকল্পগুলো:
-
Brought forward (আগাম করা) – এটি বিপরীত অর্থ প্রকাশ করে, কারণ adjourn মানে পিছানো।
-
Cancelled permanently (চিরতরে বাতিল করা) – adjourn মানে বাতিল নয়, বরং পরে সরিয়ে দেওয়া।
-
Approved quickly (দ্রুত অনুমোদন করা হয়েছে) – এটি সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে।
তাই সঠিক উত্তর হলো গ) Delayed or postponed।

0
Updated: 11 hours ago
Related MCQ
What is the meaning of the phrase 'By no means'?
Created: 2 days ago
A
Certainly not.
B
By any possible means.
C
Essentially or innately.
D
According to directions

0
Updated: 2 days ago
In the phrase "Much Ado About Nothing", which word is a determiner?
Created: 2 weeks ago
A
Ado
B
Much
C
About
D
Nothing
• Correct Answer: খ) Much.
• Much Ado About Nothing.
• Much - এটি একটি Determiner (Quantifier)। এটি "ado" (noun)-এর পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়েছে।
• Ado - এটি একটি noun, অর্থ: হইচই বা কোলাহল।
• About - এটি preposition, adverb, adjective বুঝায়।
• nothing - এটি একটি pronoun, "কোনো কিছু নয়" বোঝাতে ব্যবহৃত।
Source: A Passage to the English Language by SM Zakir Hussain.

0
Updated: 2 weeks ago
Identify the phrase type:
The girl with blue eyes is my cousin.
Created: 21 hours ago
A
Adjective Phrase
B
Adverbial Phrase
C
Gerund Phrase
D
Noun Phrase
The correct answer is ক) Adjective Phrase।
-
"with blue eyes" অংশটি “the girl” কে বর্ণনা করছে।
-
এটি একটি prepositional phrase, কিন্তু এখানে এটি একটি noun (girl)-কে modify করছে, তাই এটিকে Adjective Phrase বলা হয়।
-
বাক্যটির মূল কাঠামো:
-
Subject: The girl with blue eyes
-
Verb: is
-
Complement: my cousin
-
অন্যান্য বিকল্প:
-
খ) Adverbial Phrase
-
যে phrase কোনো verb বা adjective-কে modify করে তাকে adverbial phrase বলে
-
উদাহরণ: He ran with a high speed
-
-
গ) Gerund Phrase
-
যে phrase gerund-এর মত কাজ করে তাকে gerund phrase বলে
-
উদাহরণ: Swimming in the lake is a great way to exercise
-
-
ঘ) Noun Phrase
-
যে phrase noun-এর মতো কাজ করে তাকে noun phrase বলে
-
উদাহরণ: My best friend helped me with my homework
-

0
Updated: 21 hours ago